নারাজ একাধিক রাজ্য, পেট্রোপণ্যে লাগু হচ্ছে না GST

কাউন্সিল মনে করছে, পেট্রোল-ডিজেলকে এখনই জিএসটির আওতায় আনা উচিত নয়।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

পেট্রোল-ডিজেলে লাগু হচ্ছে জিএসটি। এমনই জল্পনা শুরু হয়েছিল। তা যাতে না হয়, তারজন্য প্রতিবাদও উঠেছিল সব মহলে। বিভিন্ন রাজ্যও বিরোধিতা করে। শেষপর্যন্ত জল্পনার অবসান হল। জিএসটি কাউন্সিলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপর সাংবাদিক বৈঠক করলেন। জানালেন, পেট্রোল-ডিজেলে এখনই জিএসটি লাগু হচ্ছে না।

সূত্রের খবর, অনেক রাজ্যই এই মুহূর্তে পেট্রৌল-ডিজেলে জিএসটি লাগু করতে চায়নি। তাই কাউন্সিল মনে করছে, পেট্রোল-ডিজেলকে এখনই জিএসটির আওতায় আনা উচিত নয়। এ দিন নির্মলা সীতারমন বলেন, ‘আদালতের নির্দেশে বিষয়টি নিয়ে আলোচনা হয়। কাউন্সিলের সদস্যরা স্পষ্ট জানিয়ে দেন, এখনই পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনা হোক, সেটা চান না। হাইকোর্টকে জানিয়ে দেওয়া হবে যে, জিএসটি কাউন্সিল মনে করছে, পেট্রোপণ্যকে জিএসটির আওতাভুক্ত করার আদর্শ সময় এটা নয়।’

এদিকে, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, বিহার সহ একাধিক রাজ্য রাজস্ব কমে যাওয়ার আশঙ্কায় পেট্রোপণ্যে জিএসটি লাগু হওয়ার বিষয়ে বিরোধিতা করে। তৃণমূল সাংসদ সৌগত রায় এই প্রসঙ্গে বলেন, ‘যদি বিজেপি হঠাৎ জিএসটি লাগু করে, তা ঠিক হবে না।’ দিল্লির অর্থমন্ত্রীও ওই বৈঠকে বলেন, ‘জিএসটি লাগু করার সঠিক সময় এখন নয়।’

পাশাপাশি সাংবাদিক বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়। ক্যান্সার চিকিৎসার প্রয়োজনীয় ওষুধে কর কমছে। জিএসটি কমে ১২ শতাংশ থেকে ৫ শতাংশ হচ্ছে। অন্যদিকে, অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার ওপর কোনও কর বসছে না।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in