

উন্নাও ধর্ষণকান্ডে মূল অভিযুক্ত যাবজ্জীবন কারাদন্ডের সাজাপ্রাপ্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট। সম্প্রতি দিল্লি হাইকোর্ট ধর্ষণ কান্ডে অভিযুক্ত সেনগারের জামিন মঞ্জুর করেছিল। যা নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। সেনগারের জামিনের বিরোধিতা করে দুই আইনজীবীর পাশাপাশি সিবিআই-ও সুপ্রিম কোর্টে আবেদন করে।
সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জে কে মাহেশ্বরী এবং অগাস্টিন জর্জ মাসিহ-র ভ্যাকেশন বেঞ্চ সেনগারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে। এদিন আদালতে সিবিআই-এর পক্ষে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এদিন বেঞ্চ জানিয়েছে, তারা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে দেখেছেন এবং সেনগর কোনোভাবেই ২৩ ডিসেম্বরের হাইকোর্টের নির্দেশে জেল থেকে মুক্তি পেতে পারেন না। আগামী চার সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।
গত মঙ্গলবার ২৩ ডিসেম্বর দিল্লি হাইকোর্ট প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারের শাস্তি রদ করে তাঁকে জামিন দেয়। উন্নাও ধর্ষণ কান্ড এবং নির্যাতিতার বাবার হেফাজতে মৃত্যুর ঘটনায় তিনি যাবজ্জীবন কারাদন্ড ভোগ করছিলেন। দিল্লি হাইকোর্টের এই সিদ্ধান্তের পরেই ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভে বসেন নির্যাতিতা ও তাঁর মা। ওইদিন রাতেই দিল্লি পুলিশ তাঁদের সেখান থেকে তুলে দেয়। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। বিভিন্ন মহল থেকে এই সিদ্ধান্তের সমালোচনা করা হয়।
গত শুক্রবার উন্নাও ধর্ষণকান্ডের মূল অভিযুক্ত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারের জামিনের বিরোধিতা করে পথে নামে বিভিন্ন মহিলা সংগঠন। দিল্লি হাইকোর্টের সামনে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ থেকে কুলদীপ সিং সেনগারের শাস্তি বহাল রাখার দাবি জানানো হয়। বিক্ষোভকারীদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘বলাৎকারীয়ো কো সংরক্ষণ দেনা বন্ধ করো’। এদিনই দিল্লি হাইকোর্টের দেওয়া সেনগারের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই।
বিক্ষোভে অংশ নিয়ে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির (AIDWA) সাধারণ সম্পাদক মরিয়ম ধাওয়ালে জানিয়েছিলেন, ‘ধর্ষক, খুনি সেনগারকে জামিন দিয়ে দিল্লি হাইকোর্ট গোটা দেশকে বার্তা দিল যে আমাদের বিচার ব্যবস্থা ধর্ষক, খুনিদের রেহাই দিয়ে দেয়। …এসব দেখতে দেখতে মহিলারা বিরক্ত, হতাস। বারবার মহিলাদের সঙ্গেই অবিচার করা হচ্ছে।’ উন্নাও কান্ড প্রসঙ্গে তিনি বলেন, এমন একটা ভাব করা হচ্ছে যেন নির্যাতিতাই অপরাধী। তিনি আমাদের সঙ্গে যোগ দিতে এসেছিলেন। অথচ তাদের গাড়ি থেকে নামতেই দেওয়া হয়নি। সেদিন ইন্ডিয়া গেটেও তাঁর সঙ্গে একই আচরণ করা হয়েছে। সরকারের এই আক্রমণের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।
উত্তরপ্রদেশের রাজনীতিতে প্রভাবশালী বিজেপি নেতা (বর্তমানে বহিষ্কৃত) ও প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেনগার ২০১৭ সালের এক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রমাণিত হন। তাঁর বিরুদ্ধে এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ওঠে। পরে পুলিশি হেফাজতে নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনাতেও তিনি দোষী সাব্যস্ত হন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন