Union Budget: কৃষিক্ষেত্রে বরাদ্দ কমেছে - 'নিরাশাজনক বাজেট' - দাবি কৃষক নেতাদের

জানা যাচ্ছে, ২০২২-২৩-র বাজেটে কৃষিক্ষেত্রে বরাদ্দ ছিল ১,২৪,০০০ কোটি টাকা। কিন্তু, এবছরের বাজেটে তা কমে দাঁড়িয়েছে ১,১৫,৫৩১ কোটি টাকা।
অশোক ধাওয়ালে, কিসান সভার প্রাক্তন সভাপতি
অশোক ধাওয়ালে, কিসান সভার প্রাক্তন সভাপতিগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেটে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বিপুল বরাদ্দ কমিয়েছে মোদী সরকার। যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কৃষক নেতারা।

বুধবার, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন, তাতে দেশের গ্রামীণ দুর্দশাকে উপেক্ষা করা হয়েছে দাবি করেছেন অল ইন্ডিয়া কৃষক সভার (AIKS) প্রাক্তন সভাপতি অশোক ধাওয়ালে

জানা যাচ্ছে, ২০২২-২৩-র বাজেটে কৃষিক্ষেত্রে বরাদ্দ ছিল ১,২৪,০০০ কোটি টাকা। কিন্তু, এবছরের বাজেটে তা কমে দাঁড়িয়েছে ১,১৫,৫৩১ কোটি টাকা। গত বছরে মোট বাজেটের ৩.৮৪ শতাংশ বরাদ্দ ছিল কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে। তা এবারে কমে দাঁড়িয়েছে ৩.২০ শতাংশে।

এপ্রসঙ্গে কৃষক নেতা ধাওয়ালে বলেন, 'জলবায়ু পরিবর্তন, মন্দা এবং ক্রমবর্ধমান খরচ নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে কৃষকরা। কিন্তু, তারপরেও কৃষি ক্ষেত্রে বারদ্দ কমিয়েছে কেন্দ্র। একধাক্কায় ১,২৪,০০০ কোটি থেকে ১,১৫,৫৩১ কোটি টাকায় বরাদ্দ নামিয়ে আনা হয়েছে। আর, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আওতায়, ১২ কোটি কৃষককে আর্থিক সহায়তা প্রদান করার জন্য যে ৬০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তা যথেষ্ট নয়।'

তিনি বলেন, '২০২২-২৩-এ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় (PMFBY) বরাদ্দ ছিল ১৫,৫০০ কোটি টাকা। এবছরে তা কমে দাঁড়িয়েছে ১৩,৬২৫ কোটি টাকা। আর, সবুজ বিপ্লব-এর নামে ২০২১-২২ সালে ৬,৭৪৭ কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু, গতবছর থেকে সেই বারদ্দ নীরবে তুলে দেওয়া হয়েছে।'

একইসঙ্গে তিনি জানান, '২০২২-২৩ সালের কেন্দ্রীয় বাজেটে সারে ভর্তুকি ছিল ২,২৫,০০০ কোটি টাকা। কিন্তু, ২০২৩-২৪-এর বাজেটে সেই ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ১,৭৫,০০০ কোটি টাকা। বাজেটে কমানো হয়েছে ৫০ হাজার কোটি টাকা। আর, এই পদক্ষেপ কৃষি উৎপাদন, উৎপাদনশীলতায় এই বরাদ্দে ছাঁটাইয়ের বড় প্রভাব পড়বে।'

ধাওয়ালে বলেন, 'রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় বরাদ্দের পরিমাণ ১০,৪৩৩ কোটি টাকা থেকে ৭,১৫০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। এমনকি, সেচ সংক্রান্ত প্রধানমন্ত্রী কিষান সিঞ্চাই যোজনায় বরাদ্দ কমানো হয়েছে। গত বছর এই ক্ষেত্রে বরাদ্দ ছিল ১২,৯৫৪ কোটি টাকা। বাজেটে এবছর তা কমিয়ে ১০,৭৮৭ কোটি টাকা করা হয়েছে।'

তিনি আরও বলেন, '২০২২-২৩'র সংশোধিত বাজেটে গ্রামীণ কর্মসংস্থানের জন্য বরাদ্দ ছিল ১.৫৩.৫২৫ কোটি টাকা। বিপুল ছাঁটাই করে এ বছর তা করা হয়েছে ১,০১.৪৭৪ কোটি টাকা। ১০০ দিনের কাজ বা MGNREGS-র তহবিলের জন্য বরাদ্দ ছিল ৮৯,০০০ কোটি টাকা। তাকে এক ধাকায় নামিয়ে আনা হয়েছে ৬০,০০০ কোটি টাকায়। অথচ, গ্রামে যদি নিয়ম অনুযায়ী ১০০ দিনেরই কাজ দিতে হয়, তাহলে প্রয়োজন ২.৭২ লক্ষ কোটি টাকা।'

অশোক ধাওয়ালে, কিসান সভার প্রাক্তন সভাপতি
আদানি-কেলেঙ্কারির তদন্ত করতেই হবে - বিরোধীদের দাবিকে ঘিরে তুমুল হট্টগোল, মুলতুবি সংসদ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in