TRP Scam: মুম্বাই পুলিশের চার্জশীটে অর্ণব গোস্বামীর নাম

প্রায় ৯ মাস আগে টেলিভিশন রেটিং পয়েন্টস (টিআরপি) কেলেঙ্কারি মামলায় রিপাবলিক টিভির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। হানসা রিসার্চ গ্রুপের অভিযোগের ভিত্তিতে এই বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে।
অর্ণব গোস্বামী
অর্ণব গোস্বামীফাইল ছবি দ্য নিউজ মিনিটের সৌজন্যে

টিআরপি কেলেঙ্কারি মামলায় রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল মুম্বাই পুলিশ। আজ মুম্বাইয়ের এসপ্ল‍্যানেড মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ১৮০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

LiiveLaw-র রিপোর্ট অনুযায়ী, চার্জশিটে অভিযুক্ত হিসেবে অর্ণব গোস্বামীর নাম ছাড়াও আরো চার জনের নাম রয়েছে। এঁরা প্রত‍্যেকেই রিপাবলিক টিভির মালিকানাধীন এআরজি আউটলেয়ার মিডিয়ায় কর্মরত।

প্রায় ৯ মাস আগে টেলিভিশন রেটিং পয়েন্টস (টিআরপি) কেলেঙ্কারি মামলায় রিপাবলিক টিভির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। হানসা রিসার্চ গ্রুপের অভিযোগের ভিত্তিতে এই বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে।

অর্ণব গোস্বামী
রেটিং-এ দুর্নীতি করতে বার্ক-এর প্রাক্তন সিইওকে ৪০ লাখ টাকা দিয়েছিলেন রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী

গত বছর ৮ অক্টোবর মুম্বাইয়ের তৎকালীন পুলিশ কমিশনার পরমবীর সিং জানিয়েছিলেন, টিআরপি কেলেঙ্কারিতে রিপাবলিক টিভি, বক্স সিনেমা এবং ফক্ত মারাঠি চ‍্যানেল জড়িত রয়েছে। প্রাক্তন ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (BARC)-এর প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তকে ঘুষ দিয়ে টিআরপি ম‍্যানিপুলেট করত চ‍্যানেলগুলি।

এছাড়াও কিভাবে গ্রাহকদের টাকা দিয়ে চ‍্যানেলের টিআরপি বাড়াতো রিপাবলিক টিভি, সেই বিষয়েও সাংবাদিকদের সামনে বিস্তারিত ব‍্যাখ‍্যা করেছিলেন পরমবীর সিং। ২০১৬ সাল থেকে এই জালিয়াতি চলে আসছে।

এই মামলায় BARC-র প্রাক্তন সিওও সহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। এর মধ্যে হানসা গ্রপের কয়েকজন প্রাক্তন আধিকারিক, কয়েকটি সংবাদ চ‍্যানেলের মালিক এবং রিপাবলিক মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট ঘনশ‍্যাম সিং রয়েছেন। এঁদের মধ্যে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রমাণ নষ্ট করার অভিযোগ রয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in