
সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে বিরোধী সাংসদদের ‘অযোগ্য’ বলে মন্তব্য করেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর বিরুদ্ধে এবার রাজ্যসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব পেশ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। সূত্রের খবর, সেই প্রস্তাবে ৬০ জন বিরোধী সাংসদ স্বাক্ষর করেছেন।
এদিন সাগরিকা ঘোষ বলেন, “গতকাল সংসদে বক্তৃতা দেওয়ার সময় কিরেণ রিজিজু বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কেউই এই সংসদে থাকার যোগ্য নন’। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু নিজে সংসদকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছেন না। এদিকে বারবার বিরোধীদের অসম্মান করছেন। সংসদের অন্দরে এবং বাইরেও তিনি ব্যক্তিগত মন্তব্য করে চলেছেন। তিনি যে উচ্চ পদে রয়েছেন, তাতে এই আচরণ শোভা পায় না। তিনি তাঁর পদের অপব্যবহার করছেন”।
নিজের এক্স হ্যান্ডেলেও এই বিষয়টি পোষ্ট করেছেন সাগরিকা। সেখানে তিনি লেখেন, “১১ ডিসেম্বর কিরণ রিজিজু বিরোধীদের অপমান করেছেন। তিনি বলেছেন, রাজ্যসভায় উপস্থিত বিরোধীরা সংসদ কক্ষে বসার অযোগ্য। তিনি বিরোধীদের অসম্মান করেছেন। তিনি সংসদের ভিতরে এবং বাইরে সর্বত্র ব্যক্তিগত মন্তব্য করছেন। এই অবস্থায় আমরা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে বাধ্য হয়েছি। তাঁর ভাষা ক্ষমার অযোগ্য। কার্যবিবরণী থেকে বিরোধীদের উদ্দেশ্যে ব্যবহৃত শব্দগুলি বাদ দেওয়া উচিত”।
উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিরুদ্ধে উচ্চকক্ষ পরিচালনায় পক্ষপাতের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস। সেই প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন বিরোধী সাংসদরা। বুধবার উচ্চকক্ষে সেই প্রস্তাব পেশ করা হয়। সেই সময় জগদীপ ধনখড়কে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধীরা।
সেই সময় পাল্টা বিরোধীদের আক্রমণ করেন কিরেণ রিজিজু। তিনি বলেন, “আপনারা কেউ সংসদে থাকার যোগ্য নন। আপনারা যদি নিজেদের চেয়ারকে সম্মান জানাতে না পারেন, তাহলে আপনাদের সংসদের সদস্য হওয়ার কোনও অধিকার নেই”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন