Bihar: রাস্তার মধ্যেই গাছ! ১০০ কোটি টাকা ব্যয় করে অদ্ভূত রাস্তা নির্মাণ বিহারে

People's Reporter: পাটনা-গয়া সড়কের জেহানাবাদে ৭.৪৮ কিলোমিটার দীর্ঘ রাস্তার মধ্যে দিয়ে রয়েছে একাধিক লম্বা লম্বা গাছ। রাস্তা করার আগে থেকেই ছিল গাছগুলি।
বিহারের জেহানাবাদের সেই রাস্তা
বিহারের জেহানাবাদের সেই রাস্তাছবি - সংগৃহীত
Published on

রাস্তার দুই দিকে সারিবদ্ধ গাছ সকলের কাছেই যেমন পরিচিত দৃশ্য তেমন নয়নাভিরামও বটে। কিন্তু গাছ যদি রাস্তার দু'দিকে না থেকে মাঝে থাকে, তাও আবার কোনও সারিবদ্ধ ভাবে নয়, যেখানে সেখানে, তাহলে? অবাস্তব মনে হলেও এমনই একটি রাস্তা তৈরি হয়েছে বিহারে। তাও আবার ১০০ কোটি টাকা খরচ করে। রাজধানী পাটনা থেকে ৫০ কিলোমিটার দূরে বিহারের জেহানাবাদে তৈরি হয়েছে এমন রাস্তা।

পাটনা-গয়া সড়কের জেহানাবাদে ৭.৪৮ কিলোমিটার দীর্ঘ রাস্তার মধ্যে দিয়ে রয়েছে একাধিক লম্বা লম্বা গাছ। গাছগুলি রাতারাতি জন্ম হয়নি। রাস্তা করার আগে থেকেই ছিল। জানা গেছে, জেলা প্রশাসন ১০০ কোটির এই রাস্তা সম্প্রসারণের প্রকল্প হাতে নেওয়ার পর বন দপ্তরের কাছে গাছ কাটার অনুমতি চায়। কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে সেই দাবি প্রত্যাখ্যান করা হয়। বদলে ১৪ হেক্টর বনভূমির জন্য ক্ষতিপূরণ দাবি করে। এরপর জেলা প্রশাসনের তরফ থেকে গাছের চারপাশ দিয়েই রাস্তা তৈরি করে দেওয়া হয়।

জেলা প্রশাসনের এই পদক্ষেপের পর থেকে চালকদের জন্য ঝুঁকি বেড়েছে ওই রাস্তায়। গাছের মধ্যে দিয়েই যেতে গিয়ে বিপদের সম্মুখীন হচ্ছেন অনেকে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, প্রশাসনের এই পদক্ষেপের পর দুর্ঘটনা বেড়েছে ওই এলাকায়। কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে গাছ কাটার কোনও ব্যবস্থা করা হয়নি। প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি কোনও বড় দুর্ঘটনা ঘটে এবং কেউ মারা যায়, তাহলে দায় কার?

বিহারের জেহানাবাদের সেই রাস্তা
Telangana: নতুন সভাপতি নিয়ে গোঁসা, দল ছাড়ছেন গোসামহলের বিতর্কিত বিজেপি বিধায়ক টি রাজা সিং

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in