Nitin Gadkari: ১৫ জুলাই থেকে বাইক-স্কুটি চালকদেরও টোল ট্যাক্স দিতে হবে? যা জানালেন নীতিন গডকড়ি

People's Reporter: সমাজ মাধ্যমে নীতিন গডকরি তিনি লেখেন, "বেশ কিছু সংবাদ মাধ্যম দুচাকার যানবাহনের উপর টোল কর আরোপের বিষয়ে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। এই ধরণের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি"।।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

আগামী ১৫ জুলাই থেকে জাতীয় সড়কে টোল ট্যাক্স (Toll Tax) দিতে বাইক-স্কুটি চালকদের? সম্প্রতি সমাজ মাধ্যমে এমনই একটি খবর ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হয়েছে, দু চাকার যানবাহনের উপর টোল আরোপ করা হয়েছে। এমনকি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমেও এমন দাবি করা হয়েছে। এবার এই ভাইরাল দাবি নিয়ে মুহ খুললেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি (Nitin Gadkari)। এই দাবি মিথ্যে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় সংস্থা পিআইবি-ও এই দাবিকে ভুয়ো বলে জানিয়েছে।

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (National Highway Authority of India)-র নিয়ম অনুযায়ী FASTag বাধ্যতামূলক করা হলেও জাতীয় সড়কের ওপর থাকা টোল প্লাজায় (Toll Plaza) দু’চাকার গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া আছে। মূলত, নিম্ন আয়ের যাত্রীদের উপর আর্থিক বোঝা কমাতে এবং টোল বুথে যানজট কমাতেই এই পদক্ষেপ।

কিন্তু সম্প্রতি সমাজ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হচ্ছে। যেখানে দাবি করা হয়েছে, আগামী ১৫ জুলাই থেকে দু-চাকা যানবাহনের উপর টোল ট্যাক্স আরোপ করা হচ্ছে। যদিও এই খবরটি সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, "বেশ কিছু সংবাদ মাধ্যম দুচাকার যানবাহনের উপর টোল কর আরোপের বিষয়ে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। এই ধরণের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি"।

এমনকি এই খবরটি ভুয়ো বলেও দাবি করা হয়েছে পিআইবি ফ্যাক্ট চেকের তরফ থেকে। ফ্যাক্ট চেক-এ বলা হয়, NHAI Official এমন কোনও ঘোষণা করেনি। দু চাকার যানবাহনের উপর টোল আরোপের কোনও পরিকল্পনা নেই।

তবে জাতীয় সড়কে বাইক, স্কুটার নিয়ে যাতায়াতের ক্ষেত্রে টোল প্লাজায় ছাড় মিললেও Expressway-তে কোনও ছাড় মিলবে না। ফলে Expressway-তে বাইকে, স্কুটারে FASTag না লাগানো থাকলে দ্বিগুণ চার্জ দিতে হবে।

প্রতীকী ছবি
সংবিধান থেকে বাতিল হোক 'সমাজতান্ত্রিক' ও 'ধর্মনিরপেক্ষ' দুই শব্দ! RSS নেতার বিরোধিতায় সরব কংগ্রেস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in