কংগ্রেসকে ‘আরবান নক্সাল’ বলে আক্রমণ প্রধানমন্ত্রীর, স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ব্যাখ্যা চাইল TMC

People's Reporter: স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে গোখলের দাবি, "কীসের ভিত্তিতে কোনও মানুষ বা দল আরবান নক্সাল বিভাগে অন্তর্ভুক্ত হয়, তারা কী কাজ করে ইত্যাদি বিষয়ের বিস্তারিত তথ্য জানাতে হবে।”
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কংগ্রেসের হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলল তৃণমূল। কংগ্রেসকে ‘আউটসোর্সিং আরবান নক্সাল’ বলে দেগে দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের ব্যাখ্যা চাইলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে। একটি রাজনৈতিক দলকে ওইধরণের পরিচিতি দেওয়ার কারণ জানতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছেন গোখলে। স্বরাষ্ট্রমন্ত্রকও নিজেকে ‘আরবান নক্সাল’ হিসেবে চিহ্নিত করবে কি না সে বিষয়েও কটাক্ষের সুরে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন গোখলে।

সোমবার ভোপালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে শহুরে নক্সালদের দ্বারা পরিচালিত একটি ‘কোম্পানি’ বলে উল্লেখ করেছেন। পরদিনই কেন্দ্রীয় সরকারের কাছে কংগ্রেসের হয়ে ওই মন্তব্যের কৈফিয়ত চাইলেন সাকেত। স্বরাষ্ট্রমন্ত্রককে লেখা চিঠিতে গোখলে জানিয়েছেন, “২৫ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ভোপালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্যে দাবি করেছেন জাতীয় কংগ্রেসকে এখন শহুরে নক্সালদের দল পরিচালনা করে। এর আগেও প্রধানমন্ত্রী একাধিকবার এই ‘আরবান নক্সাল’ শব্দটি উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে বেশ কিছু বিরোধী দল, সাংবাদিক, সমাজকর্মী, এনজিওকে ‘আরবান নক্সাল’ নামে অভিহিত করেছেন।”

স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে গোখলের দাবি, “এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রক নিজেও ‘আরবান নক্সাল’ বিভাগে পরে কি না, সেটা সমস্ত সাংসদদের জানাতে হবে। এবং যদি পড়ে, সেক্ষেত্রে কীসের ভিত্তিতে কোনও মানুষ ওই বিভাগে অন্তর্ভুক্ত হয়, তারা কী কাজ করে ইত্যাদি বিষয়ের বিস্তারিত তথ্যও জানাতে হবে।”

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোপালে বুথ পর্যায়ের কর্মীদের জনসভায় জানিয়েছেন, “কংগ্রেস সব ইচ্ছাশক্তি হারিয়েছে। কংগ্রেস প্রথমে বরবাদ হয়েছে, তারপর দেউলিয়া হয়ে নিজের পরিচালনা অন্যদের হাতে তুলে দিয়েছে। কংগ্রেসকে এখন আর কংগ্রেসের নেতারা চালান না, চালায় শহুরে নক্সালদের কিছু দল।”

প্রধানমন্ত্রীর এই মন্তব্য নিয়ে কংগ্রেস এখনও খোলাবাজারে বিজেপি তথা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ না খুললেও স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জবাবদিহি চেয়েছেন তৃণমূল সাংসদ গোখলে। তৃণমূল সাংসদের কংগ্রেসের প্রতি এই সৌহার্দ্য দেখে বিজেপি বিরোধী জোটের অন্দরেমহলের আবহাওয়া বেশ মনোরম বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। আসন্ন লোকসভা ভোটে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে এক ছাতার তলায় ঘর বাঁধা দেশের বিজেপি বিরোধী দলগুলির মধ্যে এমন সম্পর্কই সবচেয়ে বেশি প্রয়োজনীয় বলে আগে একাধিকবার জানিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী।

প্রতীকী ছবি
Maneka Gandhi: ISKCON গোশালা থেকে গরু নিয়ে গোপনে কসাইকে বিক্রি করে, বিস্ফোরক BJP সাংসদ মানেকা গান্ধী
প্রতীকী ছবি
Uttarpradesh: জাল মার্কশিট মামলায় বিজেপি বিধায়কের ৫ বছরের জেল, জরিমানা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in