Tihar Jail: তিহাড় জেলে শেষ ৮ দিনে ৫ বন্দীর মৃত্যু - তদন্তের নির্দেশ

সমস্ত মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে বলে মনে করা হলেও, আধিকারিক জানিয়েছেন, "সিআরপিসির ধারা ১৭৬ এর অধীনে সমস্ত মৃত্যুর জন্য ম্যাজিস্টেরিয়াল পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে"।
তিহাড় জেল
তিহাড় জেল

রাজধানী শহর দিল্লির উচ্চ-নিরাপত্তার বেষ্টনীর তিহাড় জেলে গত আট দিনে পাঁচজন বন্দীর মৃত্যু হয়েছে। দিল্লি পুলিশের এক আধিকারিক শনিবার একথা জানিয়েছেন।

সমস্ত মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে বলে মনে করা হলেও, আধিকারিক জানিয়েছেন, "সিআরপিসির ধারা ১৭৬ এর অধীনে সমস্ত মৃত্যুর জন্য ম্যাজিস্টেরিয়াল পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে"।

শুক্রবারও, তিহাড় জেলে কারাগার নং ৩-এ একজন বন্দীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আধিকারিক জানিয়েছেন, বন্দীকে তার কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্যগত সমস্যার কারণেই তিনি মারা গেছেন বলে অভিযোগ। নিহত কয়েদির নাম বিক্রম ওরফে ভিকি।

ডিরেক্টর জেনারেল (কারাগার) সন্দীপ গোয়েল আইএএনএসকে জানিয়েছেন, বন্দীদের এই মৃত্যু বিভিন্ন তিহাড় জেলের বিভিন্ন কারাগারে হয়েছে এবং এর সঙ্গে "কোনও ধরণের হিংসার ঘটনা সম্পর্কিত নয়।"

গোয়েল আরও জানিয়েছেন, "এই সমস্ত ক্ষেত্রে, পরিস্থিতিগুলি পুরানো রোগ বা অন্যান্য অজানা কারণের মতো প্রাকৃতিক কারণগুলিকে নির্দেশ করে।" গোয়েল আরও জানিয়েছেন, নিয়ম অনুসারে, প্রতিটি ক্ষেত্রে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বারা তদন্ত করা হচ্ছে।

- with Agency Inputs

তিহাড় জেল
করোনা কালে প্যারোলে মুক্তি - তিহার জেলে ফেরেননি প্রায় ৩ হাজার বন্দী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in