

রাজধানী শহর দিল্লির উচ্চ-নিরাপত্তার বেষ্টনীর তিহাড় জেলে গত আট দিনে পাঁচজন বন্দীর মৃত্যু হয়েছে। দিল্লি পুলিশের এক আধিকারিক শনিবার একথা জানিয়েছেন।
সমস্ত মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে বলে মনে করা হলেও, আধিকারিক জানিয়েছেন, "সিআরপিসির ধারা ১৭৬ এর অধীনে সমস্ত মৃত্যুর জন্য ম্যাজিস্টেরিয়াল পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে"।
শুক্রবারও, তিহাড় জেলে কারাগার নং ৩-এ একজন বন্দীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আধিকারিক জানিয়েছেন, বন্দীকে তার কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্যগত সমস্যার কারণেই তিনি মারা গেছেন বলে অভিযোগ। নিহত কয়েদির নাম বিক্রম ওরফে ভিকি।
ডিরেক্টর জেনারেল (কারাগার) সন্দীপ গোয়েল আইএএনএসকে জানিয়েছেন, বন্দীদের এই মৃত্যু বিভিন্ন তিহাড় জেলের বিভিন্ন কারাগারে হয়েছে এবং এর সঙ্গে "কোনও ধরণের হিংসার ঘটনা সম্পর্কিত নয়।"
গোয়েল আরও জানিয়েছেন, "এই সমস্ত ক্ষেত্রে, পরিস্থিতিগুলি পুরানো রোগ বা অন্যান্য অজানা কারণের মতো প্রাকৃতিক কারণগুলিকে নির্দেশ করে।" গোয়েল আরও জানিয়েছেন, নিয়ম অনুসারে, প্রতিটি ক্ষেত্রে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বারা তদন্ত করা হচ্ছে।
- with Agency Inputs
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন