Nitish Kumar: যাঁরা মদ খান তাঁরা ভারতীয় নন, তাঁরা মহাপাপী - নীতিশ কুমার

নীতিশ কুমার বলেন - মদ বিষাক্ত হতে পারে, তা জেনেও খান। এদের পরিণতির জন্য রাজ্য দায়ী নয়। বিষ মদ খেয়ে মৃত ব্যক্তিদের পরিবারকে রাজ্যের কোষাগার থেকে কোনো ত্রাণ দেওয়া হবে না।
নীতিশ কুমার
নীতিশ কুমারফাইল ছবি

মদ পান নিষিদ্ধ নীতি নিয়ে গত কয়েকবছরে বহু সমালোচনার মুখে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। জোটসঙ্গী বিজেপিও এই নিয়ে বহুবার কটাক্ষ করেছে তাঁকে। এই সমস্ত সমালোচনার জবাব দিতে ফের একবার মুখ খুললেন তিনি। যাঁরা মদ খান তাঁরা ভারতীয়ই নন বলে মন্তব্য করেন তিনি।

বুধবার বিহার বিধানসভায় একটি বিল পাস হয় যেখানে প্রথমবার মদ্যপানের অভিযোগে অভিযুক্তদের কম সাজা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল পাসের পর বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন - মহাত্মা গান্ধীও মদ খাওয়ার বিরুদ্ধে ছিলেন। যাঁরা মদ খান তাঁরা জাতীর জনকের ভাবনাকে অসম্মান করেন। তাঁরা হিন্দুস্তানী হতেই পারেন না। তাঁরা ভারতীয় নন। তাঁরা মহাপাপী, মহা অযোগ্য ব্যক্তি। এই সমস্ত লোকের জন্য কোনো সহানুভূতি না। এটা তাঁদের দোষ। তাঁরা জানে মদ বিষাক্ত হতে পারে, তা জেনেও খান। এদের পরিণতির জন্য রাজ্য দায়ী নয়। বিষ মদ খেয়ে মৃত ব্যক্তিদের পরিবারকে রাজ্যের কোষাগার থেকে কোনো ত্রাণ দেওয়া হবে না।

রাজ্যে মদ নিষিদ্ধ হওয়ায় কি কি উপকার হয়েছে তা নিয়েও বিধানসভায় বলেছেন নীতিশ কুমার। তিনি জানিয়েছেন, রাজ্যে মদ ব্যবসা বন্ধ হওয়ায় মানুষ সবজি ব্যবসার দিকে ঝুঁকছে। রাজ্যে সবজি উৎপাদন অনেক বেড়েছে। মহিলারা অনেক খুশিতে আছেন। মদের পেছনে যে টাকা আগে লোকে নষ্ট করতো, সেই টাকাই এখন পরিবারের সুখ সমৃদ্ধি আসছে বলে মনে করছেন তিনি।

বিহার প্রহিবিশন এন্ড এক্সাইজ (এমেন্ডমেন্ট) বিল ২০২০ অনুযায়ী, প্রথমবার মদ্যপানের অপরাধে অপরাধীরা জরিমানা দিয়েই জামিন পাবেন। যদি জরিমানা দিতে ব্যর্থ হন কোনো ব্যক্তি তাহলে তার এক মাসের জেল হবে।

নীতিশ কুমার
বৈঠকে BJP-র মহিলা বিধায়ককে 'সুন্দরী' বলে মন্তব্য নীতিশ কুমারের, দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে নালিশ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in