

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে আগামী ২৪ জুন। ন’দিন ধরে চলবে অধিবেশন। শেষ হবে ৩ জুলাই। সংসদের এই বিশেষ অধিবেশন চলাকালীন নবনির্বাচিত সাংসদেরা শপথ নেবেন এবং স্পিকার নির্বাচন হবে। অন্যদিকে, রাজ্যসভার ২৬৪তম অধিবেশন শুরু হচ্ছে ২৭ জুন। সেই অধিবেশনও ৩ জুলাই শেষ হবে। বুধবার নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে জানালেন সদ্য শপথ নেওয়া কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু।
তৃতীয় বার মোদী সরকার গঠনের পর এটাই প্রথম লোকসভার অধিবেশন। জানা যাচ্ছে, ২৭ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয় কক্ষের যৌথ সভায় ভাষণ দেবেন। মনে করা হচ্ছে আগামী পাঁচ বছরের জন্য নতুন সরকারের রোডম্যাপের রূপরেখা দেবেন। রাষ্ট্রপতির ভাষণের পরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মন্ত্রী পরিষদকে সংসদে উপস্থাপন করবেন বলে মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, এই বিশেষ অধিবেশন শুরুর প্রথম তিন দিনে, নবনির্বাচিত সাংসদরা শপথ নেবেন এবং লোকসভার স্পিকার নির্বাচন করবেন। কিরেণ রিজিজু বলেন, “অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ২৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত নবনির্বাচিত সদস্যদের শপথ/নিশ্চয়তা, স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ এবং আলোচনার জন্য ডাকা হচ্ছে।"
উল্লেখ্য, গত রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। এদিন রাষ্ট্রপতি ভবনে মোদীর নতুন মন্তিসভার ৭১ জন মন্ত্রী শপথ নিয়েছেন। যার মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন