সিরাম ইন্সটিটিউট কর্তৃক করোনা টিকা কোভিশিল্ডের দাম ধার্য করাকে "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর কথায়, গত ৭০ বছর ধরে ভারতে সর্বদা বিনামূল্যে সার্বজনীন টিকাকরণ কর্মসূচি হয়েছে।
আজই রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালগুলোর জন্য কোভিশিল্ডের প্রতি ডোজের দাম ধার্য করেছে দেশের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া। যেখানে বলা হয়েছে তারা রাজ্যগুলিকে প্রতি ডোজ কোভিশিল্ড টিকা বিক্রি করবে ৪০০ টাকায়। অপর দিকে বেসরকারি হাসপাতালগুলিকে প্রতি ডোজ এই টিকা কিনতে হবে ৬০০ টাকায়। কেন্দ্র সরকারকে টিকা বিক্রির দামে কোনো পরিবর্তন আনছে না তারা। অর্থাৎ আগের মতোই এখনো প্রতি ডোজ কোভশিল্ড ১৫০ টাকায় পাবে কেন্দ্র সরকার।
কোভিশিল্ডের এই দাম দেখে ক্ষুব্ধ ইয়েচুরি। নিজের ট্যুইটারে তিনি লেখেন, "এটা অগ্রহণযোগ্য। কেন্দ্রকে অবশ্যই এই ভ্যাকসিনগুলো কিনতে হবে এবং তা স্বচ্ছ ও ন্যায্যভাবে রাজ্যগুলোর মধ্যে বিতরণ করতে হবে। প্রধানমন্ত্রীর উচিত এর জন্য পিএম কেয়ারসে জমা পড়া লক্ষ কোটি টাকা ব্যয় করা। গত ৭০ বছর ধরে ভারতে সর্বদা বিনামূল্যে সার্বজনীন টিকাকরণ কর্মসূচি হয়েছে।"
দেশে বেলাগাম করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুদিন আগেই ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণে এবং খোলা বাজারে টিকা বিক্রির ওপর সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্র। আগে যেখানে পুরো টিকা বন্টন প্রক্রিয়া কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন ছিল, নতুন নিয়মে ৫০ শতাংশ টিকা কেন্দ্রের হাতে থাকবে এবং বাকি ৫০ শতাংশ টিকা রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালে বিক্রি করা হবে। এই নিয়মের পরই খোলা বাজারে টিকার দাম ঘোষণা করেছে সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া। প্রসঙ্গত, আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে করোনা টিকা দেওয়া হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন