The Adani Saga: আদানি-মোদী সম্পর্কে রাহুলের বক্তব্যে অসংসদীয় কিছু নেই, দাবি খাড়গের

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি, নিশিকান্ত দুবের দাবির পরেই রাহুলকে গান্ধীকে নোটিশ পাঠায় লোকসভার সচিবালয়। আগামী ১৫ ফেব্রুয়ারি, নোটিশের জবাব দিতে হবে রাহুলকে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেফাইল ছবি - মল্লিকার্জুন খাড়গের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

রাহুলের জন্য ব্যাট ধরলেন মল্লিকার্জুন খাড়গে। সংসদে রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের যে নোটিশ এনেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, তার বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা। গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে সংসদে যা বলেছেন রাহুল গান্ধী, তাতে অ-সংসদীয় কিছু নেই বলে দাবি করেছেন তিনি।

সোমবার, খাড়গে জানান, ‘সংসদে রাহুল গান্ধী যে কথা বলেছেন, তা সবই পাবলিক ডোমেনে পাওয়া যায়। তাতে অ-সংসদীয় কিছু নেই। তাই তিনি  নোটিশের জবাব দেবেন।’

গত ৮ ফেব্রুয়ারি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি দাবি করেন, ‘আদানি ইস্যুতে কোনও বৈধ ও যথাযথ প্রমাণ ছাড়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলেছেন রাহুল৷ এতে প্রধানমন্ত্রীকে চূড়ান্ত অসম্মান করা হয়েছে৷’ নিশিকান্তের এই দাবির পাল্টা দিয়েছেন খাড়গে।  

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি, নিশিকান্ত দুবের দাবির পরেই রাহুলকে গান্ধীকে নোটিশ পাঠায় লোকসভার সচিবালয়। আগামী ১৫ ফেব্রুয়ারি, নোটিশের জবাব দিতে হবে রাহুলকে।

সংসদে গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেখাচ্ছেন রাহুল গান্ধী
সংসদে গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেখাচ্ছেন রাহুল গান্ধীছবি - রাহুল গান্ধীর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

এদিকে রীতিমতো হুঁশিয়ারির সুরে নিশিকান্ত দাবি করেছেন, ‘যেসব তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলছেন রাহুল গান্ধি, তা অবিলম্বে সর্বসমক্ষে আনা হোক৷ আর, রাহুল যদি তাঁর তোলা অভিযোগের পক্ষে কোনও যুৎসই প্রমাণ পেশ করতে না পারেন, তাহলে স্বাধিকার ভঙ্গের নোটিশের অধীনে তিনি তাঁর সদস্যপদ (সংসদের) খোয়াতে পারেন।’

উল্লেখ্য, গত মঙ্গলবার, আদানি ইস্যুতে লোকসভায় সরব হন রাহুল গান্ধী। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে আদানি গোষ্ঠীর রেকর্ড উত্থানের নেপথ্যে মোদীর প্রত্যক্ষ অবদান রয়েছে বলে অভিযোগ করেন তিনি৷ আর তাতেই ক্ষেপে যান বিজেপি সাংসদরা৷

আরও পড়ুন

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
আদানি গোষ্ঠীর স্পনসর করা পুরস্কার প্রত্যাখ্যান দলিত মহিলা কবির
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
মোদী-আদানির সম্পর্ক প্রসঙ্গে রাহুল-খাড়গের করা মন্তব্য মুছল সংসদ, ক্ষুব্ধ কংগ্রেস

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in