Parliament: কৃষক আন্দোলনে হত কৃষকদের ক্ষতিপূরণের দাবী - লোকসভায় মুলতুবি প্রস্তাবের নোটিশ কংগ্রেসের

তেওয়ারি তার নোটিশে বলেছেন, "আমি এতদ্বারা বিশেষ গুরুত্ব সহকারে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনার জন্য লোকসভা অধিবেশনের কার্যাবলী স্থগিত করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করে নোটিশ দিচ্ছি।
Parliament: কৃষক আন্দোলনে হত কৃষকদের ক্ষতিপূরণের দাবী - লোকসভায় মুলতুবি প্রস্তাবের নোটিশ কংগ্রেসের

লোকসভার অধিবেশনে মুলতুবি প্রস্তাবের নোটিশ জমা দিলেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারী। তিন কৃষি আইনের বিরুদ্ধে এক বছরের দীর্ঘ আন্দোলনে প্রাণ হারিয়েছেন এমন কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে তিনি লোকসভায় মুলতবি প্রস্তাবের জন্য একটি নোটিশ দিয়েছেন।

তেওয়ারি তার নোটিশে বলেছেন, "আমি এতদ্বারা বিশেষ গুরুত্ব সহকারে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনার জন্য লোকসভা অধিবেশনের কার্যাবলী স্থগিত করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করে নোটিশ দিচ্ছি।

ওই নোটিশ অনুসারে তিনি জানিয়েছেন, সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে ফার্মার্স প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রোমোশন অ্যান্ড ফেসিলিটেশন) বিল ২০২০, ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন) এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল ২০২০ এবং এসেন্সিয়াল কমোডিটিস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২০ - এই তিন কৃষি আইন বাতিল করা হবে। এই তিন আইনের বিরুদ্ধে কৃষকরা গত এক বছর ধরে বিক্ষোভ চালাচ্ছেন।

ওই নোটিশে তিওয়ারি জানিয়েছেন, "আন্দোলনের সময়, অনেক কৃষক কঠোর আবহাওয়া, রাজ্যের দ্বারা বলপ্রয়োগের অভিযোগ এবং কৃষকদের জীবনের উপর সহিংস আক্রমণে প্রাণ হারিয়েছিল। বিশেষ করে লখিমপুর খেরিতে ঘটেছিল এমন ঘটনা যেখানে কৃষকদের দ্রুত চলমান গাড়িতে চাপা দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। অনেক কৃষক কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাদের জীবিকা হারিয়েছে।

"সরকার সংসদে জানিয়েছে, আন্দোলনে প্রাণ হারিয়েছে এমন কৃষকদের কোনো হিসেব রাখেনি। সরকারের উচিত কৃষি আইনের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এমন কৃষকদের নাম নথিভুক্ত করা এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। মাননীয় মহোদয়, আমি সরকার কর্তৃক কৃষকদের প্রতি অবহেলার এই গুরুতর বিষয়টি উত্থাপন করতে চাই।"

কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুরও লোকসভায় মুলতবি প্রস্তাবের অনুরূপ নোটিশ দিয়েছেন।

সরকার তিন কৃষি আইন বাতিল করার সাংবিধানিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে সোমবার লোকসভায় 'দ্য ফার্ম লজ রিপিল বিল, ২০২১' পেশ করবে। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর নিম্নকক্ষে কৃষি আইন বাতিল বিল, ২০২১ পেশ করবেন।

কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১ তিনটি কৃষি আইন বাতিল করার জন্য আনা হচ্ছে। ফার্মার্স প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রোমোশন অ্যান্ড ফেসিলিটেশন) বিল ২০২০, ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন) এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল ২০২০ এবং এসেন্সিয়াল কমোডিটিস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২০। এরপরেই বাতিল করা হবে বিতর্কিত তিন কৃষি আইন।

১৯ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে তিন কৃষি আইন বাতিল করার সাংবিধানিক প্রক্রিয়াটি আগামী সংসদ অধিবেশনে শেষ হবে এবং যে প্রক্রিয়া শুরু হবে এই মাসের শেষ থেকে।

ওইদিন প্রধানমন্ত্রী আরও জানান, "মনে হয় কিছু কৃষক এখনও আমাদের আন্তরিক প্রচেষ্টায় আশ্বস্ত নন। তাই আমরা তিন কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। এই মাসের শেষের দিকে শুরু হওয়া সংসদ অধিবেশনে এই আইনগুলি বাতিল করার সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।"

- with IANS inputs

Parliament: কৃষক আন্দোলনে হত কৃষকদের ক্ষতিপূরণের দাবী - লোকসভায় মুলতুবি প্রস্তাবের নোটিশ কংগ্রেসের
শীতকালীন অধিবেশনের শুরুতে আন্দোলনে ‘শহীদ’ কৃষকদের উদ্দেশ্যে ‘শোক প্রস্তাব’ আনার দাবি কংগ্রেসের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in