

তেলেঙ্গানায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও বিজেপি সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করলে নিজের সাংসদ তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে দেবেন বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার। তিনি জানিয়েছেন, করিমনগরের যে কোনও গ্রামে বিজেপি সরপঞ্চকে নির্বাচিত করা হলে তিনি উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা করে দেবেন। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, কংগ্রেস অথবা বিআরএস প্রার্থীরা জয়ী হলে উন্নয়নের কাজ ব্যাহত হতে পারে অথবা টাকা অন্য খাতে ব্যয় হতে পারে।
নিজের এক্স হ্যান্ডেলে এক পোষ্টে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, করিমনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কোনও গ্রামে বিজেপি সমর্থিত সরপঞ্চ যদি সর্বসম্মতভাবে নির্বাচিত হন তিনি সরাসরি সেই গ্রামের উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা করে দেবেন। সেই টাকা পেতে কোনও দেরি হবে না, কোনও অজুহাত দেওয়া হবেনা।
ওই পোস্টেই তিনি আরও জানান, আপনাদের সাংসদ হিসেবে আমার কাছে সাংসদ তহবিল আছে। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আমি আপনাদের গ্রামের জন্য আরও কেন্দ্রীয় সাহায্য নিয়ে আসবো।
তিনি আরও জানিয়েছেন, যদি কোথাও কংগ্রেস অথবা বিআরএস প্রার্থীরা জয়ী হয় সেক্ষেত্রে কোনও অর্থ সাহায্য আসবে না এবং কেন্দ্রীয় সাহায্যও অন্য খাতে চলে যেতে পারে। ওদের প্ররোচনায় পা দেবেন না।
কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, এর আগে বিআরএস এবং কংগ্রেসও পঞ্চায়েত পিছু ৫ লক্ষ টাকা করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও পাঁচ বছর পেরিয়ে গেলেও কোনও টাকাই আসেনি। তাই মানুষের কংগ্রেস এবং বিআরএস-এর প্রতিশ্রুতির ফাঁদে পা দেওয়া উচিত নয়।
তেলেঙ্গানা রাজ্য নির্বাচন কমিশন গত ২৫ নভেম্বর রাজ্যে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের তিন ধাপের সূচী ঘোষণা করেছে। আগামী ১১, ১৪ এবং ১৭ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন