
শুক্রবার ফের বিহারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। পূর্ব চম্পারণ জেলার মোতিহারিতে ৭,০০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন তিনি। এরপরে রাজনৈতিক জনসভাও করছেন তিনি। তবে মোদীর বিহার সফরের আগে শ্রাবণ মাসে আমিষ খাওয়া নিয়ে চলমান বিতর্ক উস্কে দিলেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে "দ্বৈত নীতি"র অভিযোগ তোলেন তিনি।
শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেন তেজস্বী যাদব। সেখানে ব্যঙ্গাত্মকভাবে তিনি লেখেন, "প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহারে আসবেন এবং নিম্নলিখিত কাজগুলি করবেন। প্রথমত, তিনি মোতিহারির মঞ্চে শ্রাবণ মাসে মটন পার্টি করা নেতাদের সম্মান জানিয়ে গর্ব বোধ করবেন এবং নিজের বক্তৃতার ভণ্ডামি প্রদর্শন করবেন। দ্বিতীয়ত, ১৩২ মাস আগে মোতিহারিতে একটি চিনিকল খোলার এবং তার চিনি দিয়ে তৈরি চা পান করার প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রী হওয়ার সাড়ে ১১ বছর পরেও পূরণ না করার জন্য তিনি প্রায়শ্চিত্ত করবেন এবং এর জন্য সম্রাট অশোক বা চন্দ্রগুপ্ত মৌর্যকে দায়ী করবেন। তৃতীয়ত, বিহারে অনিয়ন্ত্রিত অপরাধের জন্য পাঁচ দশক আগের সরকারগুলিকে দোষী সাব্যস্ত করবেন। চতুর্থত, কৃষকদের অপরাধী বলা বিহার পুলিশকে সম্মান জানাবেন।"
তেজস্বী কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী এত ভারী বক্তব্য রাখবেন যে ভগবান ইন্দ্রও লজ্জিত হবেন। ব্যাঙ্গের সুরে তিনি আরও বলেন, "বিহারকে এক নম্বরে পরিণত করবেন বলে প্রতিশ্রুতি দেবেন, তবে নভেম্বর পর্যন্ত, তিনি রাজ্যের জ্বলন্ত বিষয়গুলিকে এড়িয়ে কাল্পনিক ভয়াবহতা নিয়ে কথা বলবেন। বিহারের মতো দরিদ্র রাজ্যের ১০০ কোটি টাকা নিজের সমাবেশে ব্যয় করবেন এবং কয়েক ঘন্টার মধ্যে দিল্লিতে ফিরে যাবেন।"
বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আরও বলেন, "নির্বাচনের পর নীতিশ কুমার এনডিএ-র মুখ্যমন্ত্রী থাকবেন কিনা, সেটা ঘোষণা করবেন না। এর বদলে জঙ্গলরাজ, বিরোধী দল, লালু প্রসাদ, আরজেডি, মুসলিম ইত্যাদি শব্দ ব্যবহার করবেন"।
তেজস্বী তাঁর এই পোস্টে একটি কার্টুন চিত্র শেয়ার করেছেন। কার্টুনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ছবিতে লেখা আছে, "তিনি আবার বিহারে আসছেন"।
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী তথা জেডিইউ-এর নেতা লালন সিংয়ের লক্ষীসরাই জেলায় 'মটন পার্টি' করাকে কেন্দ্র করে এই বিতর্ক শুরু হয়েছে। এর সমালোচনা করেন তেজস্বী। এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদ সংস্থায় তেজস্বী বলেন, "লালন সিং বিজেপির মিত্র এবং একজন কেন্দ্রীয় মন্ত্রী। এই নিয়ে বিজেপি এখন কিছু বলবে না। প্রধানমন্ত্রী আগামীকাল এখানে এলে, আমি আশা করব তিনি লালন সিং সম্পর্কে কিছু বলবেন"।
উল্লেখ্য, গত বছর শ্রাবণ মাসে মাছ খাওয়ার ভিডিও পোস্ট করেছিলেন তেজস্বী যাদব। যা দেখে তীব্র কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রাবণ মাসে আমিষ খাওয়ায় বিরোধীদের ভোট না দেওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। সেই বিষয়টিই উল্লেখ করে তেজস্বী প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন