FIITJEE: বেতন না পেয়ে চাকরী ছাড়ছেন শিক্ষকরা! উত্তরভারত জুড়ে বন্ধ বহু ফিটজি কোচিং সেন্টার

People's Reporter: এক অভিভাবক জানান, ৬ লক্ষ টাকা নিয়েছিল ভর্তির সময়। বেশ কয়েকটি রাজ্যে আগেই FIITJEE সেন্টার গুলো বন্ধ হয়ে গেছে। এখানে সেন্টার নিয়ে কর্তৃপক্ষকে তাঁরা প্রশ্নও করেছিলেন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

গত এক সপ্তাহে উত্তর ভারত জুড়ে বন্ধ হয়ে গেছে আটটি FIITJEE-র (ফোরাম ফর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন) সেন্টার। জানা গেছে, শিক্ষকরা ঠিকঠাক বেতন না পাওয়ায় কোচিং সেন্টার থেকে ইস্তফা দিচ্ছেন। যার ফলে কর্তৃপক্ষ সেন্টারগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে। অন্যদিকে, জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার মুখে হঠাৎ করে কোচিং সেন্টারগুলি বন্ধ হয়ে যাওয়ায় হতাশ শিক্ষার্থীরা। বন্ধ কোচিং সেন্টারের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকেরা।

নয়ডা, গাজিয়াবাদ, ভোপাল, বারাণসী, দিল্লি এবং পাটনার FIITJEE কোচিং সেন্টারগুলি বন্ধ হয়ে গেছে। সম্প্রতি উত্তরপ্রদেশের মিরাটে একটি সেন্টার বন্ধ হয়েছে। কর্তৃপক্ষ জানাচ্ছে, অন্য জায়গা থেকে শিক্ষক এনে প্রাথমিকভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলেও, তাঁরাও বেশিদিন স্থায়ী হয়নি।

অন্যদিকে, আচমকাই কোচিং সেন্টারগুলি বন্ধ হয়ে যাওয়ায় অনেক অভিভাবক থানায় অভিযোগ জানিয়েছেন। অভিযোগ, সন্তানের ভবিষ্যৎ গড়তে অগ্রিম কয়েক লক্ষ টাকা জমা দিয়েছেন তাঁরা সেন্টারে। কোনও নোটিশ ছাড়াই হঠাৎ সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়। এমনকি তাঁদের টাকাও ফেরত দেওয়া হয়নি। কোচিং সেন্টারের বাইরে বিক্ষোভও দেখাচ্ছেন তাঁরা।

উত্তরপ্রদেশের এক সেন্টারের সামনে বিক্ষোভরত এক অভিভাবক সংবাদমাধ্যমে জানান, বেশ কয়েকটি রাজ্যে ছ’মাস আগেই FIITJEE সেন্টার গুলো বন্ধ হয়ে গেছে। এখানে সেন্টার নিয়ে কর্তৃপক্ষকে তাঁরা প্রশ্ন করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের জানায়, এগুলো বন্ধ হবে না। ৬ লক্ষ টাকা নিয়েছিল ভর্তির সময় বলেও জানিয়েছেন ওই অভিভাবক। অন্য এক অভিভাবকের দাবি, তিনি ৪ লক্ষ টাকা জমা দেন।

জানা যাচ্ছে, অনেক দিন ধরেই আর্থিক সঙ্কটের মুখে পড়েছিল FIITJEE কোচিং সেন্টারগুলো। দেশের ৪১ টি শহরে ৭২ টি সেন্টার রয়েছে তাদের বলে জানা গেছে। ৩০০ জনের বেশি কর্মী রয়েছে।

প্রতীকী ছবি
Fraud: আর্থিক প্রতারণায় নাম জড়ালো অভিনেতা শ্রেয়াস তালপাড়ে, অলোক নাথ সহ ১৩ জনের! দায়ের FIR

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in