Tamilnadu: ধর্ষণের অভিযোগে স্ত্রী সহ গ্রেপ্তার স্বঘোষিত ধর্মগুরু

তামিলনাড়ু পুলিশের হাতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক স্বঘোষিত বাবা। ধর্ষণে সহায়তা করার কারণে গ্রেপ্তার ওই স্বঘোষিত গুরুর স্ত্রী। পুলিশের বক্তব্য স্বঘোষিত গুরু সাথিয়া নারায়ণন তাঁর এক ভক্তকে ধর্ষণ করেন।
স্বঘোষিত বাবা সাথিয়া নারায়ণন
স্বঘোষিত বাবা সাথিয়া নারায়ণন ছবি শিরডিপুরমের সৌজন্যে
Published on

তামিলনাড়ু পুলিশের হাতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হল এক স্বঘোষিত বাবা। ধর্ষণে সহায়তা করার কারণে গ্রেপ্তার করে হয়েছে ওই স্বঘোষিত গুরুর স্ত্রীকেও। পুলিশের বক্তব্য অনুসারে স্বঘোষিত গুরু সাথিয়া নারায়ণন তাঁর এক ভক্তকে ধর্ষণ করেন। গুরুর স্ত্রী পুস্পলতা এই ধর্ষণে তাঁকে সহায়তা করেছিলেন। যে মহিলাকে ধর্ষণ করা হয়েছে এই ঘটনার সময় তাঁর বয়স ছিলো ১৬ বছর। শনিবার এই গ্রেপ্তারির ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে ধৃতের কাছ থেকে ধর্ষিতা মহিলার বেশ কিছু আপত্তিকর ছবি পাওয়া গেছে। ধর্ষিতা মহিলার এই ছবি দেখিয়ে স্বঘোষিত বাবা তাঁকে ব্ল্যাকমেল করতেন বলেও অভিযোগ। আটক দম্পতি তামিলনাড়ুর চেন্নাইতে শিরডিপুরম সর্ব শক্তি পীডম সাই বাবা কোইল নামক এক মন্দিরের মালিক।

ধর্ষিতা তাঁর অভিযোগে জানিয়েছেন, তিনি তাঁর ঠাকুমার সঙ্গে থাকতেন। সেইসময় তিনি ক্লাস ১২-এ পড়তেন এবং ঠাকুমার সঙ্গে ঘনঘন ওই মন্দিরে যেতেন। ২০১৬ সালের ১২ এপ্রিল আমাকে মন্দিরে পবিত্র ভস্ম নিতে ডেকে পাঠানো হয়। আমি যখন মন্দিরে যাই তখন পুস্পলতা আমাকে জুস খেতে দেন এবং এর ঘণ্টা দুয়েক পরে আমি দেখতে পাই সাথিয়া নারায়ণন এবং পুস্পলতার ঘরে আমি উলঙ্গ অবস্থায় শুয়ে আছি।

তাঁর অভিযোগে তিনি আরও জানান, সাথিয়া নারায়ণন আমাকে জানিয়েছিলেন আমি পাপের দ্বারা পূর্ণ এবং তিনি আমাকে পাপমুক্ত করেছেন। এরপর তিনি ওই মন্দির থেকে চলে আসেন। ২০১৮ সালে তাঁর বিয়ের পর তাঁর স্বামী কাজের সন্ধানে বিদেশ যায়। এই সময় ২০২০ সালের মার্চ মাসে সাথিয়া আমাকে ডেকে পাঠায় এবং জানায় আমি তাঁর সঙ্গে দেখা না করলে আমার ছবি আমার স্বামীকে পাঠিয়ে দেবে। এরপর আমি মন্দিরে গেলেই সাথিয়া ফের আমাকে বারবার ধর্ষণ করত। জুলাই ২০২০ তে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। এইসময় সাথিয়া এবং পুস্পলতা আমাকে গর্ভপাতের জন্য বলে। আমি তাতে রাজি হইনি এবং ২০২১ সালের জানুয়ারিতে আমার সন্তান জন্ম নেয়।

এরপর নভেম্বর ২০২০তে ওই মহিলার স্বামী ফিরে এলে সাথিয়া ফের তাঁকে মন্দিরে ডেকে পাঠান। এরপরেই ওই মহিলা তাঁর স্বামীকে সব কথা খুলে বলেন এবং পুলিশে অভিযোগ দায়ের করা হয়। আপাতত গ্রেপ্তার হওয়া ধর্মগুরু এবং তাঁর স্ত্রী বিচার বিভাগীয় হেফাজতে আছেন।

স্বঘোষিত বাবা সাথিয়া নারায়ণন
Tamilnadu: স্কুল পড়ুয়াদের যৌন হেনস্থার অভিযোগ - স্বঘোষিত গুরু শিবশঙ্কর বাবার বিরুদ্ধে মামলা দায়ের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in