Tamilnadu: নাবালিকাকে যৌন নির্যাতন, ৭৭ বছরের বৃদ্ধ সহ গ্রেপ্তার ৯

১৬ বছর বয়সী এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে ৭৭ বছর বয়সী এক বৃদ্ধ সহ ৯ জনকে গ্রেপ্তার করলো তামিলনাড়ু পুলিশ। ভিল্লুপুরম জেলার গিঙ্গি থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
Tamilnadu: নাবালিকাকে যৌন নির্যাতন, ৭৭ বছরের বৃদ্ধ সহ গ্রেপ্তার ৯
গ্রাফিক্স - তৌসিফ হক

১৬ বছর বয়সী এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে ৭৭ বছর বয়সী এক বৃদ্ধ সহ ৯ জনকে গ্রেপ্তার করলো তামিলনাড়ু পুলিশ। ভিল্লুপুরম জেলার গিঙ্গি থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

গিঙ্গি পুলিশ ইতিমধ্যেই নির্যাতিতা নাবালিকার খুড়তুতো দাদা (৩৬), কাকিমা (৫০) সহ ৯ জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আরও যারা গ্রেপ্তার হয়েছেন তাঁরা হলেন ভেঙ্কটেশন (৭৭), আর ইয়ালারাজা (২৮), এম ভেঙ্কটেশন (২৪), আর প্রভু (৩৭), কে বাবু (২২), পি এজুমালাই (২৬) এবং এ সত্যরাজ (২৮)। অভিযুক্তদের সকলের বিরুদ্ধেই প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (পকসো) অ্যাক্ট-এ মামলা দায়ের করা হয়েছে।

সম্প্রতি ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে ঘটনার কথা জানাজানি হয়। অসুস্থ নাবালিকাকে নিয়ে তাঁর কাকিমা হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় সে চার মাসের অন্তঃসত্ত্বা। এরপরেই ঘটনার কথা প্রকাশ্যে আসে।

জানা যায়, সম্প্রতি মেয়েটির বাবা এবং মায়ের মৃত্যু হয়। এরপর একাদশ শ্রেণীর ওই ছাত্রীকে পড়াশুনার জন্য পরিবারের অন্য সদস্যরা কাকা কাকীমার কাছে পাঠিয়ে দেয়। সেখানেই কাকীমা এবং খুড়তুতো ভাইয়ের প্রত্যক্ষ মদতে ওই নাবালিকার ওপর লাগাতার যৌন নির্যাতন চালানো হয়। অভিযুক্তদের সকলকেই আদালতে পেশ করা হয়েছে এবং আপাতত তাঁরা সকলেই বিচারবিভাগীয় হেফাজতে বন্দি আছেন।

Tamilnadu: নাবালিকাকে যৌন নির্যাতন, ৭৭ বছরের বৃদ্ধ সহ গ্রেপ্তার ৯
যৌন নির্যাতনের ক্ষেত্রে শরীর স্পর্শ না করলেও তা পকসো আইনের আওতাভুক্ত হবে - সুপ্রিম কোর্ট

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
People's Reporter
www.peoplesreporter.in