Tamilnadu: ২৭ সেপ্টেম্বরের 'ভারত বনধ' সফল করতে DMK-র জোর প্রচার

ডিএমকের কৃষি শাখার রাজ্য প্রধান এন কে কে পেরিয়াসামী জানিয়েছেন, সংযুক্ত কিষান মোর্চার ধর্মঘটরত কৃষক সংগঠনগুলির সমর্থনে ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুতে শান্তিপূর্ণ ধর্মঘট হবে।
Tamilnadu: ২৭ সেপ্টেম্বরের 'ভারত বনধ' সফল করতে DMK-র জোর প্রচার
গ্রাফিক্স - নিজস্ব

তামিলনাড়ুতে ২৭ সেপ্টেম্বরের ভারত বন্ধকে সফল করতে শাসকদল ডিএমকে (DMK) জেলাগুলিতে জোরদার প্রচার চালাচ্ছে। কৃষকদের অধিকার রক্ষায় এই বনধকে সফল করতে মানুষের কাছে আবেদন রাখছে তারা। ডিএমকের রাজ্য সাংগঠনিক সভাপতি আর এস ভার‍তী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কৃষিপ্রধান দেশে কৃষকদের স্বার্থরক্ষায় ডিএমকে তাদের পাশে থাকবে। কৃষি আইনের বিরুদ্ধে দিল্লীতে এবং অন্যত্র প্রতিবাদী কৃষকদের পাশে আছেন তাঁরা।

Tamilnadu: ২৭ সেপ্টেম্বরের 'ভারত বনধ' সফল করতে DMK-র জোর প্রচার
২৭ সেপ্টেম্বর ধর্মঘট হবেই, মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে, উনি কোনদিকে থাকবেন - সূর্যকান্ত

সারা দেশজুড়ে আন্দোলনরত একাধিক কৃষক সংগঠনের জোট সংযুক্ত কিষান মোর্চা ২৭ সেপ্টেম্বর শান্তিপূর্ণ ভারত বন্ধের ডাক দিয়েছে। মোর্চা নেতারা জানিয়েছেন, তাঁদের মূল দাবি কেন্দ্রীয় সরকারের কৃষি বিরোধী আইন প্রত্যাহার। ডিএমকের কৃষি শাখার রাজ্য প্রধান এন কে কে পেরিয়াসামী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সংযুক্ত কিষান মোর্চার ধর্মঘটরত কৃষক সংগঠনগুলির সমর্থনে ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুতে শান্তিপূর্ণ ধর্মঘট হবে। ডিএমকের কৃষি শাখা রাজ্যের কৃষক, সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনগুলিকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নিয়ে ধর্মঘটকে সফল করার আবেদন জানিয়েছে।

ডিএমকের কৃষি শাখা ইতিমধ্যেই সব জেলার ব্লকস্তরে প্রচার আরম্ভ করে দিয়েছে। দলের নেতৃত্ব মনে করছে তামিলনাড়ুতে বনধ সর্বাত্মক হবে। পেরিয়াসামী আরও বলেছেন, প্রস্তাবিত এই ধর্মঘট জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি লাভজনক সহ রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের অগণতান্ত্রিক প্রস্তাবেরও বিরুদ্ধে। দিন্দুগল জেলার এক সবজি চাষি এস কালিয়াপ্পন জানিয়েছেন বনধ ডাকার কারণ না জানলেও স্থানীয় ডিএমকে নেতারা যেহেতু বলেছেন তাই তিনি এতে অংশ নেবেন।

- with IANS inputs

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in