Tamil Nadu: রাজ্য-রাজ্যপাল সংঘাত! বিভিন্ন জায়গায় #GetOutRavi পোস্টার

অনলাইন জুয়া বা গেম নিষিদ্ধকরণ নিয়ে তামিলনাড়ু বিধানসভায় একটি বিল পাস হয়েছিল। কিন্তু, দীর্ঘদিন সেই বিল রাজভবনে আটকে রয়েছে। সহ করেননি রাজ্যপান।
#GetOutRavi পোস্টার
#GetOutRavi পোস্টারছবি - ট্যুইটার

তামিলনাড়ুতে (Tamil Nadu) রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। এরই মাঝে ভাল্লুভার কোট্টাম এবং আন্না সালাই এলাকায় রাজ্যপাল আর এন রবি (Governor RN Ravi)-র অপসারণের দাবিতে পোস্টার পড়েছে একাধিক জায়গায়। '#GetOutRavi' পোস্টার ছেয়ে গেছে ভাল্লুভার কোট্টাম ও আন্না সালাই এলাকা।

গতকালই, তামিলনাড়ুর রাজ্যপালের ভাষণের মধ্যে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। কিন্তু, রাজ্যপালের এই ভাষণ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, রাজ্য সরকারের লিখে দেয়া ভাষণের বাইরে গিয়ে নিজের বক্তব্য রেখেছেন রাজ্যপাল আরএন রবি।

আর, তা নিয়ে বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী এমকে স্টালিন (MK Stalin)। তিনি জানান, ‘রাজ্যপালকে একটি বক্তৃতা লিখে দেওয়া হয়েছিল। তাঁর বাইরে গিয়ে তিনি অন্যান্য কথা বলেছেন, সেখানে লিখিত বেশ কিছু বিষয় তিনি পাঠ করেননি। এগুলিকে বাদ দিয়ে ভাষণটি গ্রহণ করা হোক। বিধানসভার রেকর্ডে যেন সেসব না থাকে।’

মুখ্যমন্ত্রী স্ট্যালিনের এই প্রস্তাব গ্রহণ করেন স্পিকার। তারপরই অধিবেশনের মাঝখানে বেরিয়ে চলে যান রাজ্যপাল আর এন রবি। রাজ্যপাল যখন লিখে দেওয়া বক্তৃতার বাইরে গিয়ে তাঁর নিজের বক্তব্য রাখেন, সে সময়ই অধিবেশন কক্ষ উত্তাল হয়ে ওঠে। রাজ্যপালের বিরুদ্ধে একযোগে সরব হন ডিএমকে, কংগ্রেস, সিপিআইএম, সিপিআই বিধায়করা। বিধায়করা স্লোগান দেন, ‘এটি নাগাল্যান্ড নয়, এটি আমাদের গর্বের তামিলনাড়ু।’

অভিযোগের সুরে স্ট্যালিন বলেন, ‘রাজ্যপাল তামিলনাড়ু বিধানসভার ঐতিহ্য, গরিমাকে ধূলিস্যাৎ করেছেন। তিনি বিজেপির লোক হয়ে রাজ্যপালের অফিসকে ব্যবহার করতে চাইছেন।’

তিনি জানান, ‘বিজেপির সিলেবাসে খাপ খায় না এমন কথা রাজ্যপাল পড়তে চাননি। এড়িয়ে গিয়েছেন ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ। উচ্চারণ করেননি পেরিয়ার, আম্বেদকর, কামরাজ, আন্নাদুরাই, করুণানিধির নামও।’

জানা যাচ্ছে, অনলাইন জুয়া বা গেম নিষিদ্ধকরণ নিয়ে তামিলনাড়ু বিধানসভায় একটি বিল পাস হয়েছিল। কিন্তু, দীর্ঘদিন সেই বিল রাজভবনে আটকে রয়েছে। তাতে সহ করেননি রাজ্যপান আর এন রবি। যা নিয়েও রাজ্যপালের সঙ্গে ক্ষমতাসীন ডিএমকে দ্বন্দ্ব বেড়েছে।

সূত্রের খবর, ২০২২ সালের ডিসেম্বর নাগাদ বিধানসভায় পাস হওয়া মোট ২১ টি বিল আটকে রেখেছেন রাজ্যপাল আর এন রবি।

#GetOutRavi পোস্টার
RSS একুশ শতকের কৌরব, তারা 'জয় সিয়া রাম' থেকে 'সীতা'কে সরিয়ে দিয়েছে - রাহুল গান্ধী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in