মন্দিরে সব জাতির মানুষকে প্রবেশাধিকার দিতে হবে বলে জানালো মাদ্রাজ হাইকোর্ট (Madras HIgh Court)। বৃহস্পতিবার ১৭ জুলাই এই মর্মে আরিয়ালুর জেলা (Ariyalur District) প্রশাসনকে নির্দেশ দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, ১৬ থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় আদি পেরুক্কু উৎসবে সকল জাতির ভক্তদের অবাধে পূজা করার এবং অংশগ্রহণের অনুমতি নিশ্চিত করতে হবে। মন্দির কর্তৃপক্ষ আদালতের এই নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি দলিত সম্প্রদায়ভুক্ত এ ভেঙ্কটেশন নামক এক ব্যক্তি আরিয়ালুর পুথুকুডি গ্রামের আয়ানার মন্দিরে (Ayyanar Temple) প্রবেশাধিকার প্রসঙ্গে বর্ণভিত্তিক বৈষম্যের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন। তিনি জানান, বর্ণের কারণে দলিতদের ওই মন্দিরে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
আবেদনে ভেঙ্কটেশন জানান, ২০১৯ সাল পর্যন্ত, পুথুকুডির আয়ানার মন্দির সব বর্ণের উপাসকদের জন্য উন্মুক্ত ছিল। তবে, ‘এঝু ভাইগাইয়ারা’ নামে নিজেদের পরিচয় দেওয়া একটি প্রভাবশালী বর্ণগোষ্ঠী এক নতুন কাঠামো নির্মাণ করে মন্দিরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল। স্থানীয় দলিতরাও ওই মন্দির নির্মাণের জন্য দান করলেও, পরে তাদের মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়।
আবেদনের শুনানিতে আদালত জানিয়েছে, কোনও ব্যক্তিকে বর্ণভিত্তিক নিষেধাজ্ঞা জারি করে মন্দিরে প্রবেশে বাধা দেওয়া যাবে না। এই পদক্ষেপ "মর্যাদার অবমাননা"।
আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, “ঈশ্বর নিরপেক্ষ। জাতি এবং সম্প্রদায় মানুষের সৃষ্টি। তফসিলি জাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে কাউকে প্রার্থনা করতে বাধা দেওয়া তাদের মর্যাদার প্রতি অবমাননা। আইনের শাসন দ্বারা পরিচালিত দেশে এটি কখনই অনুমোদিত হতে পারে না।”
বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ কর্তৃপক্ষকে মনে করিয়ে দেন, ১৯৪৭ সালের তামিলনাড়ু মন্দির প্রবেশ অনুমোদন আইনের (Tamil Nadu Temple Entry Authorization Act, 1947) ৩ ধারা অনুসারে, বর্ণ বা সম্প্রদায় নির্বিশেষে প্রতিটি হিন্দুর যে কোনও হিন্দু মন্দিরে প্রবেশ এবং পূজা করার অধিকার রয়েছে। কোনও ব্যক্তিকে তা করতে বাধা দেওয়ার যে কোনও প্রচেষ্টা একটি আইনি অন্যায় এবং এর ফলে আইনি পরিণতি হতে পারে।
বিচারক আরও বলেন, মন্দির প্রবেশে বর্ণ-ভিত্তিক বৈষম্য বন্ধ করার জন্য লড়াই করা সমাজ সংস্কারক এবং নেতাদের দীর্ঘ সংগ্রামের পর এই আইন প্রণয়ন করা হয়েছিল। মন্দিরের আধিকারিকদের এই আইন অক্ষরে অক্ষরে মানতে হবে।
বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ আরিয়ালুর জেলা কালেক্টর, পুলিশ সুপার (এসপি) এবং উদয়রপালায়মের রাজস্ব বিভাগীয় কর্মকর্তা (আরডিও) কে নির্দেশ দিয়েছেন, সব বর্ণের মানুষ যাতে মন্দিরে পূর্ণ প্রবেশাধিকার পান এবং সমস্ত আচার-অনুষ্ঠান ও মন্দির-সম্পর্কিত উৎসবে অংশগ্রহণ করতে পারেন তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন