Swami Chaitanyananda: মোবাইল ফোনে মহিলাদের ছবি, চ্যাট - নতুন নতুন কীর্তি সামনে আসছে 'স্বঘোষিত বাবা'র

People's Reporter: স্বঘোষিত ওই বাবার মোবাইল থেকে একাধিক মহিলার ছবি ও চ্যাট উদ্ধার করা হয়েছে। এঁদের অনেকেই বিমানসেবিকা। এছাড়াও সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মহিলার ছবির স্ক্রিনশট তাঁর মোবাইলে পাওয়া গেছে।
অভিযুক্ত স্বামী চৈতন্যানন্দ
অভিযুক্ত স্বামী চৈতন্যানন্দছবি - সংগৃহীত
Published on

সময় যত এগোচ্ছে এক এক করে সামনে আসছে ‘স্বঘোষিত বাবা’ চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থসারথীর কীর্তিকাহিনি। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার গত ৫০ দিন ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর ভোর রাতে তাঁকে আগ্রা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত তাঁর পাঁচ দিনের পুলিশি হেফাজত হয়েছে। পুলিশের অভিযোগ তিনি তদন্তে সহযোগিতা করছেন না।

জানা গেছে, স্বঘোষিত ওই বাবার মোবাইল থেকে একাধিক মহিলার ছবি ও চ্যাট উদ্ধার করা হয়েছে। এঁদের অনেকেই বিমানসেবিকা। এছাড়াও সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মহিলার ছবির স্ক্রিনশট তাঁর মোবাইলে পাওয়া গেছে। তাঁর অধিকাংশ চ্যাটেই তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের প্রলুব্ধ করতেন বলে জানা গেছে।

পুলিশ সূত্র অনুসারে, তদন্তে সহায়তা করছেন না চৈতন্যানন্দ সরস্বতী। তাঁকে প্রশ্ন করা হলে তিনি অধিকাংশ সময়েই উত্তর দিচ্ছেন না। একমাত্র তথ্য সহ তাঁকে কোনও প্রশ্ন করা হলে তখন তিনি বাধ্য হয়ে উত্তর দিচ্ছেন। তাঁর কৃতকর্মের জন্য কোনও অনুশোচনা নেই বলেও জানা গেছে।

এর আগে স্বঘোষিত বাবার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠাতেন, বেশি রাতে ছাত্রীদের তাঁর কোয়ার্টারে ডেকে পাঠাতেন। এছাড়াও ছাত্রীদের মোবাইল ফোনে আড়ি পেতে তিনি তাঁদের গতিবিধি ট্র্যাক করতেন। ১৭ জন শিক্ষার্থী তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। তাঁর সঙ্গেই দুই ঘনিষ্ঠ মহিলা সহযোগীকে আটক করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে এফ আই আর দায়ের হবার পরেই তিনি তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষ টাকা তোলেন। এরপরেও তাঁর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮ কোটি টাকার বেশি ছিল। যার সবটাই বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের আরও অনুমান তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩০ কোটি টাকার বেশি। জানা গেছে বিভিন্ন নামে আলাদা আলাদা পরিচয়পত্র ব্যবহার করে তিনি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালাতেন।

‘স্বঘোষিত বাবা’ স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থসারথি দক্ষিণ পশ্চিম দিল্লির শ্রী সারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের প্রাক্তন ডিরেক্টর ছিলেন। যেখানে তিনি তাঁর পদের অপব্যবহার করে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (EWS)  শিক্ষার্থীদের যৌন হেনস্থা করতেন। এই ছাত্রীরা বৃত্তি পেয়ে ডিপ্লোমা কোর্স করছিলেন।

এরকম ৩২ শিক্ষার্থীদের মধ্যে অন্তত ১৭ জন ছাত্রীর অভিযোগ, স্বামী চৈতন্যানন্দ তাদের সাথে অশ্লীল ভাষায় কথা বলতেন, অশ্লীল টেক্সট বার্তা পাঠাতেন এবং নিজের বাসগৃহে বেশি রাতে ডেকে এনে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করতেন। ছাত্রীদের আরও দাবি, গুরুদেবের 'চাহিদা' মেটাতে আশ্রমের মহিলা কর্মী ও কয়েকজন আবাসিক ওয়ার্ডেন তাঁদের উপর চাপ দিতেন।

অভিযুক্ত স্বামী চৈতন্যানন্দ
Swami Chaitanyananda: ৫০ দিন গা ঢাকা - অবশেষে গ্রেপ্তার ১৭ শিক্ষার্থীর যৌন হেনস্থাকারী স্বঘোষিত বাবা
অভিযুক্ত স্বামী চৈতন্যানন্দ
১৭ শিক্ষার্থীকে যৌন হেনস্থার অভিযোগ, দক্ষিণ দিল্লির আশ্রম থেকে পলাতক অভিযুক্ত স্বামী চৈতন্যানন্দ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in