Patanjali: ‘মিথ্যা’ ও ‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন মামলায় রামদেবকে তলব সুপ্রিম কোর্টের

People's Reporter: আদালত আরও জানিয়েছে, Drugs and Remedies Act-র ৩ এবং ৪ নম্বর ধারা লঙ্ঘন করেছেন রামদেব এবং বালকৃষ্ণ।
Patanjali: ‘মিথ্যা’ ও ‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন মামলায় রামদেবকে তলব সুপ্রিম কোর্টের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

পতঞ্জলির 'বিভ্রান্তিকর' বিজ্ঞাপন মামলায় আদালত অবমাননার অভিযোগে যোগগুরু রামদেবকে হাজির হওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে পতঞ্জলি সংস্থার পরিচালক আচার্য বালকৃষ্ণর উদ্দেশ্যে অবমাননার নোটিশ জারি করেছিল দেশের শীর্ষ আদালত।

পতঞ্জলির বিজ্ঞাপন নিয়ে আরও চাপে বিজেপি ঘনিষ্ঠ রামদেব। এর আগে বালকৃষ্ণর বিরুদ্ধে অবমাননার নোটিশ জারি করলেও তার কোনো উত্তর পায়নি সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। সেখানেই আদালত বালকৃষ্ণর উদ্দেশ্যে জানায়, এতদিন হয়ে গেলো আদালতে আপনি কোনো প্রতিক্রিয়া দেননি। পরবর্তী শুনানিতে আদালতের সামনে হাজিরা দিতেই হবে।

আদালত আরও জানিয়েছে, Drugs and Remedies Act-র ৩ এবং ৪ নম্বর ধারা লঙ্ঘন করেছেন রামদেব এবং বালকৃষ্ণ। অর্থাৎ ওষুধ নিয়ে ভুয়ো বিজ্ঞাপন দেওয়ায় অভিযোগ দুজনের বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০২০ সালে পতঞ্জলি করোনিল কিট বাজারে এনেছিল। পতঞ্জলি সেই সময় প্রচার করেছিল এই কিট করোনা মোকাবিলায় সহায়তা করে। ‘করোনিল’ এবং ‘শ্বাসারি বটি’ নামে দু’ধরনের ট্যাবলেট এবং ‘অণু তৈল’ নামের ২০ মিলিলিটারের একটি তেলের শিশি নিয়ে তৈরি ওই কিটের দাম রাখা হয়েছিল ৫৪৫ টাকা। চাইলে আলাদা ভাবে ট্যাবলেট এবং তেল কেনা যাবে বলেও জানানো হয়েছিল।

আইএমএ –র অভিযোগ ছিল, কোভিডের সময় কোভিড প্রতিরোধী না-হওয়া সত্ত্বেও শুধু করোনিল কিট বিক্রি করেই আড়াইশো কোটি টাকার বেশি মুনাফা করেছিল রামদেবের পতঞ্জলি। গত বছরের নভেম্বরে মামলাটির শুনানির সময় সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছিল, ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ বিজ্ঞাপনী প্রচার বন্ধ না করলে পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থাকে জরিমানার মুখে পড়তে হবে।

Patanjali: ‘মিথ্যা’ ও ‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন মামলায় রামদেবকে তলব সুপ্রিম কোর্টের
Electoral Bond: বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনী বন্ডের সব তথ্য চাই - এসবিআইকে নির্দেশ শীর্ষ আদালতের
Patanjali: ‘মিথ্যা’ ও ‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন মামলায় রামদেবকে তলব সুপ্রিম কোর্টের
Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলায় আদালতে হাজিরা কেজরিওয়ালের, পেয়ে গেলেন জামিনও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in