শরদ পাওয়ারের পাশে দাঁড়িয়ে মমতার প্রশ্ন - UPA কই? উত্তর দিলেন নিজেই, UPA নেই
একদিন আগেই শরদ পাওয়ার ঘনিষ্ঠ এনসিপি নেতা নবাব মালিক স্পষ্ট বলেছিলেন, গোটা দেশে বিজেপি বিরোধী জোট গড়তে কংগ্রেসকে অবশ্যই দরকার। কিন্তু বরাবরের মতো মুম্বই সফরে গিয়ে তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করলেন ইউপিএ কই? উত্তর দিলেন নিজেই, ইউপিএ নেই। মমতার এই সপাট জবাবে আপাতত ব্যাকফুটে কংগ্রেস।
প্রসঙ্গত, কংগ্রেস থেকে বেরিয়ে এসে কংগ্রেসের মতাদর্শে নতুন দল "ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি" গড়েন শরদ পাওয়ার। তারপর অবশ্য কংগ্রেসের হাত ধরে জোট সঙ্গী হন তিনি। যে ইউপিএ জোট ১০ বছর কেন্দ্রের ক্ষমতায় ছিল, তাতে ছিলেন শরদ পাওয়ার। দীর্ঘদিন ধরে ইউপিএ'র চেয়ারপার্সন পদে রয়েছেন সোনিয়া গান্ধী। মাঝে শিবসেনা এই পদে শরদ পাওয়ারের নাম প্রস্তাব করলেও, গুরুত্ব দেয়নি কংগ্রেস। এই পরিস্থিতিতে বিরোধী ঐক্যকে গুরুত্ব দিতে গিয়ে কংগ্রেসকে পিছনে পাঠাতে মরিয়া মমতা। এক্ষেত্রে তিনি আঞ্চলিক দলগুলিকেও সঙ্গে নিতে চান।
মমতার দাবি, দেশে যেমন ফ্যাসিজিম চলছে, এর বিরুদ্ধে শক্তিশালী বিকল্প দরকার। নতুন করে বিজেপি বিরোধী জোট তৈরি হবে। বিজেপির বিরুদ্ধে লাগাতার লড়াই করে চলা দলগুলিই ওই জোটে থাকবে। একই সুরে শরদ পাওয়ার বলেন, ‘যাঁরা বিজেপি বিরোধী, তাঁদের এক মঞ্চে আসা উচিত।’
বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বিকল্প তৈরি করা নিয়ে মমতার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে জানান তিনি। আমাদের জোটে চাইলে কংগ্রেস যোগ দিতে পারে, স্পষ্ট বার্তা দিলেন তিনি।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

