Maharashtra: ফড়ণবীশ-রাজ ঠাকরে সাক্ষাৎ নিয়ে মহারাষ্ট্র রাজনীতিতে নতুন জল্পনা! কী ব্যাখ্যা পাওয়ারের?

People's Reporter: উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এটিকে কেবলমাত্র সৌজন্য সাক্ষাৎ বলেই জানিয়েছেন। তাঁর মতে, “এটি মহারাষ্ট্রের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অংশ। যেখানে মানুষ বিশিষ্ট নেতাদের সাথে দেখা করেন।"
অজিত পাওয়ার এবং রাজ ঠাকরে (বাঁদিক থেকে)
অজিত পাওয়ার এবং রাজ ঠাকরে (বাঁদিক থেকে)ছবি - সংগৃহীত
Published on

মহারাষ্ট্র রাজনীতিতে কি ফের রদবদল হতে চলেছে? সম্প্রতি সে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের সাথে এমএনএস সুপ্রিমো রাজ ঠাকরের বৈঠকের পর এমনই জল্পনা তৈরি হয়েছে। জল্পনা শুরু হয়েছে, তবে কি মুম্বাই পুরসভা নির্বাচনে শাসকের সঙ্গে জোট বাঁধতে চলেছে রাজের দল?

দীর্ঘ দু’দশক পর ফের পুনর্মিলন হয়েছে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরের। রাজ্যে হিন্দি ভাষা বাধ্যতামূলক করার প্রতিবাদে এক মঞ্চে এসেছেন দুই ভাই। এমনকি নগর পরিবহন ও বিদ্যুৎ সরবরাহ সংস্থার কর্মচারী ইউনিয়নের নির্বাচনে জোট বেঁধে লড়েছে দুই ভাইয়ের দল। যদিও ২১টির একাটিতেও জিততে পারেনি। আগামী মুম্বাই পুরসভা নির্বাচনেও জোট বাঁধতে চলেছে শিবসেনা (উদ্ধব)-এমএনএস, এমন জল্পনা ছিল।

তার মধ্যেই দেবেন্দ্র ফড়ণবীশের সঙ্গে রাজ ঠাকরের বৈঠক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও সেই সমস্ত জল্পনা ভিত্তীহিন বলে দাবি করেছেন রাজ ঠাকরে নিজে। তিনি জানিয়েছেন, শহরের পরিকল্পনা সংক্রান্ত কারণে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন তিনি। রাজ বলেন, “মহারাষ্ট্র জুড়ে শহরগুলিতে পুনর্নির্মাণ হচ্ছে। জনসংখ্যা বাড়ছে, যানজট বাড়ছে! বিভিন্ন জায়গা থেকে বিপুল সংখ্যক মানুষ এখানে বসবাস করতে আসছেন। মুম্বাইতে যানজট একটি বড় সমস্যা। মানুষ ট্র্যাফিক শিষ্টাচার জানে না! তারা যে কোনও জায়গায় গাড়ি পার্কিং করে চলে যায়”।

তিনি বলেন, “আমি মুখ্যমন্ত্রী এবং মুম্বাই পুলিশের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি একটি উপস্থাপনা প্রস্তুত করেছি। আশা করি রাজ্য এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নেবে এবং এটি নিয়ে কাজ করবে”।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও এটিকে কেবলমাত্র সৌজন্য সাক্ষাৎ বলেই জানিয়েছেন। তাঁর মতে, “এটি মহারাষ্ট্রের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অংশ। যেখানে মানুষ বিশিষ্ট নেতাদের সাথে দেখা করেন। এর থেকে অন্য কোনও অর্থ বের করার দরকার নেই”।

তিনি আরও বলেন, “কার সাথে দেখা করা উচিত, কে কার সাথে দেখা করতে যাবেন, এই বিষয় নিয়ে আমি কী বলবো? অনেক মানুষ দেখা করতে আসেন। রাজ্যের প্রধান দেবেন্দ্রজি! তাই মানুষ দেখা করতে যাচ্ছে”।

অজিত পাওয়ার এবং রাজ ঠাকরে (বাঁদিক থেকে)
নোরা ফতেহির মতো হতে হবে! স্ত্রীকে অভুক্ত রেখে টানা ব্যায়াম করাতেন স্বামী, উঠেছে ভ্রূণহত্যার অভিযোগও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in