সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে তলব করলো ইডি, ৮ জুনের মধ্যে দিতে হবে হাজিরা

ইডির নোটিশকে কাপুরুষোচিত কাজ বলে তোপ দাগেন সুরজেওয়ালা। তিনি বলেন, 'ন্যাশনাল হেরাল্ড ১৯৪২ সালের সংবাদপত্র। তৎকালীন ব্রিটিশ সরকার এটিকে দমনের কাজ করেছিল। এখন মোদী সরকার ইডিকে ব্যবহার করে একই কাজ করছে।‘
সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী
সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীফাইল ছবি
Published on

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং সাংসদ রাহুল গান্ধীকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ৮ জুনের মধ্যে তাঁদের হাজিরা দেওয়ার কথা জানিয়েছে ইডি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি।

বুধবার সিংভি জানিয়েছেন, 'ইডি রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধীকে ৮ জুন জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। অবশ্যই তাঁরা তদন্তে সহযোগিতা করবেন। আপাতত বিদেশে রয়েছেন রাহুল। ফিরে এলে তিনি তদন্তকারীদের মুখোমুখি হবেন। অন্যথায় ইডির কাছে আরও সময় চাওয়া হবে।‘

ইডি সূত্রে জানা গিয়েছে, আর্থিক তছরুপ মামলায় অপরাধ ধারায় (Money Laundering Act/PMLA) গান্ধীদের বয়ান রেকর্ড করা হবে। তবে গান্ধীদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনও সত্যতা নেই বলে দাবি কংগ্রেসের।

এই ঘটনায় বিজেপি সরকার এবং ইডিকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘পুরো ষড়যন্ত্রের পিছনে রয়েছেন প্রধানমন্ত্রী এবং তাঁর 'পোষা' সংস্থা ইডি। মোদী সরকার প্রতিশোধের জন্য অন্ধ হয়ে গেছে।' তিনি ইডির নোটিশকে কাপুরুষোচিত কাজ বলে তোপ দাগেন। সুরজেওয়ালা জানান 'ন্যাশনাল হেরাল্ড একটি ১৯৪২ সালের সংবাদপত্র। তৎকালীন ব্রিটিশ সরকার এটিকে দমনের কাজ করেছিল। এখন মোদী সরকার ইডিকে ব্যবহার করে একই কাজ করছে।'

সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী
ক্ষুধা সূচকে ১০১, হ্যাপিনেসে ১৩৬, তবে ঘৃণার তালিকায় শীর্ষে থাকবো আমরা - কটাক্ষ রাহুল গান্ধীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in