

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং সাংসদ রাহুল গান্ধীকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ৮ জুনের মধ্যে তাঁদের হাজিরা দেওয়ার কথা জানিয়েছে ইডি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি।
বুধবার সিংভি জানিয়েছেন, 'ইডি রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধীকে ৮ জুন জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। অবশ্যই তাঁরা তদন্তে সহযোগিতা করবেন। আপাতত বিদেশে রয়েছেন রাহুল। ফিরে এলে তিনি তদন্তকারীদের মুখোমুখি হবেন। অন্যথায় ইডির কাছে আরও সময় চাওয়া হবে।‘
ইডি সূত্রে জানা গিয়েছে, আর্থিক তছরুপ মামলায় অপরাধ ধারায় (Money Laundering Act/PMLA) গান্ধীদের বয়ান রেকর্ড করা হবে। তবে গান্ধীদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনও সত্যতা নেই বলে দাবি কংগ্রেসের।
এই ঘটনায় বিজেপি সরকার এবং ইডিকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘পুরো ষড়যন্ত্রের পিছনে রয়েছেন প্রধানমন্ত্রী এবং তাঁর 'পোষা' সংস্থা ইডি। মোদী সরকার প্রতিশোধের জন্য অন্ধ হয়ে গেছে।' তিনি ইডির নোটিশকে কাপুরুষোচিত কাজ বলে তোপ দাগেন। সুরজেওয়ালা জানান 'ন্যাশনাল হেরাল্ড একটি ১৯৪২ সালের সংবাদপত্র। তৎকালীন ব্রিটিশ সরকার এটিকে দমনের কাজ করেছিল। এখন মোদী সরকার ইডিকে ব্যবহার করে একই কাজ করছে।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন