UP: হিন্দুমেয়ের সাথে সম্পর্ক ছেলের, যোগীরাজ্যে মুসলিম দম্পতিকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন

পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় রবিবার রাত পর্যন্ত শৈলেন্দ্র জয়সওয়াল, পল্লু এবং অমরনাথ নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে।
ছবি- প্রতীকী
ছবি- প্রতীকীসংগৃহীত
Published on

উত্তরপ্রদেশের সীতাপুরে এক মুসলিম দম্পতিকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠলো প্রতিবেশীদের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজনকে গ্রেফাতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের একজনের মেয়ের সাথে নিহত দম্পতির ছেলের প্রণয়ঘটিত সম্পর্ক ছিল।

সীতাপুরের পুলিশ সুপার চক্রেশ মিশ্র জানিয়েছেন, নিহত দম্পতির নাম আব্বাস আলি এবং কামরুল নিশা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁদের। আব্বাসের ছেলে সউকতের সাথে পাশের এক হিন্দু পরিবারের মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিল। যার জেরে এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে সউকত এবং ওই মেয়েটি পালিয়ে গিয়ে বিয়ে করেন। কিন্তু তখন মেয়েটি নাবালিকা ছিল। তাই মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সউকতকে এবং চলতি বছরের শুরুতে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয় মেয়েটির।

কিছু দিন আগে জেল থেকে ছাড়া পান সউকত। মেয়েটির সাথে তার যোগাযোগ শুরু হয়। এই পরিস্থিতিতে মেয়েটির পরিবার সউকতের বিরুদ্ধে ফের মামলা দায়ের করে। কিন্তু এবার আদালতে মামলা চলাকালীন মেয়েটি স্পষ্ট জানান, তিনি সউকতের সাথেই বাকি জীবন কাটাতে চান। চলতি মাসে সউকত জামিনে মুক্তি পাবার পর মেয়েটিকে নিয়ে পালিয়ে যান।

শুক্রবার বিকেলে আব্বাস আলির বাড়িতে মেয়ের বাবা সহ কয়েকজন চড়াও হন। হরিগাঁও থানায় নিহত দম্পতির মেয়ের দায়ের করা এফআইআর অনুযায়ী, অভিযুক্তরা বাড়িতে ঢুকেই আব্বাস আলি এবং তাঁর স্ত্রীকে লোহার রড এবং লাঠি দিয়ে মারধর শুরু করেন। মেয়ে জানিয়েছেন, “ওরা আমাকেও মারতে চেয়েছিল, আমি কোনওরকমে পালিয়ে বেঁচেছি। হামলার সময় চিৎকার করে সকলকে ডেকেছিলাম, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি।“

পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় রবিবার রাত পর্যন্ত শৈলেন্দ্র জয়সওয়াল, পল্লু এবং অমরনাথ নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে।     

ছবি- প্রতীকী
Uttar Pradesh: সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন খবর খতিয়ে দেখতে নির্দেশ যোগী সরকারের
ছবি- প্রতীকী
MP: বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরলেন সিন্ধিয়া ঘনিষ্ঠ বিধায়ক! তিনমাসে পদ্ম শিবির থেকে মুখ ফেরালেন তিন নেতা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in