SKM: ২৬ জানুয়ারি- ট্রাক্টর র‍্যালি ও ‘কিষাণ মহাপঞ্চায়েত’-র ডাক কিষাণ মোর্চার

শনিবার, কর্নালে বৈঠকে বসেন এসকেএম নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন রাকেশ টিকাইত, দর্শন পাল এবং জোগিন্দর সিং উগরাহানসহ বেশ কয়েকজন কৃষক নেতা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
SKM: ২৬ জানুয়ারি- ট্রাক্টর র‍্যালি ও ‘কিষাণ মহাপঞ্চায়েত’-র ডাক কিষাণ মোর্চার
ফাইল চিত্র
Published on

আগামী ২৬ জানুয়ারি, হরিয়ানার জিন্দে 'কিষাণ মহাপঞ্চায়েত'-র ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা (SKM)। এদিন,  রাজ্যের সমস্ত জেলায় ট্রাক্টর সমাবেশের পরিকল্পনা করেছে এসকেএম। এছাড়া, মার্চ মাসে রাজধানী দিল্লির বুকে একটি 'কিষান সমাবেশ'ও হবে বলেও জানিয়েছে মোর্চা।

শনিবার, কর্নালে বৈঠকে বসেন এসকেএম নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন রাকেশ টিকাইত, দর্শন পাল এবং জোগিন্দর সিং উগরাহানসহ বেশ কয়েকজন কৃষক নেতা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের পর দর্শন পাল জানান, আগামী ২৬ জানুয়ারি, উত্তরের রাজ্যগুলির 'কিষান মহাপঞ্চায়েত' অনুষ্ঠিত হবে জিন্দে।

এক বিবৃতিতে এসকেএম জানিয়েছে, 'বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রজাতন্ত্র দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিন (২৬ জানুয়ারি), সরাসরি সরকারি কর্মসূচিতে বাধা না দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর ট্রাক্টর র‍্যালি ও সম্মেলন করবে এসকেএম।'

একইসঙ্গে, কৃষক ঐক্য ভাঙার চেষ্টা নিয়ে বিজেপি সরকারের 'ষড়যন্ত্র ফাঁস' করবে এসকেএম। পাল বলেন, ২৬ জানুয়ারিকে ঐক্য দিবস হিসেবে পালন করা হবে। কৃষকরা এ দিন তাদের দাবির সমর্থনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে স্মারকলিপিও জমা দেবেন।

তিন কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের জন্য এক বছরব্যাপী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। এদিনও- ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি, মৃত কৃষকদের ক্ষতিপূরণ, লখিমপুর খেরি ঘটনায় কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, বিদ্যুৎ বিল প্রত্যাহার, ঋণ মকুবের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্তের দাবি জানিয়েছে এসকেএম।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩১ জানুয়ারি, দেশ জুড়ে 'বিশ্বাসঘাতকতা দিবস' (Day of Betrayal) পালন করেছিল সংযুক্ত কিষাণ মোর্চা (SKM)। এদিন, দেশের অন্তত ৫০০ জেলায় বিক্ষোভ কর্মসূচী ও মোদী সরকারের কাছে নিজেদের দাবির সপক্ষে একটি স্মারকলিপি জমা দিয়েছিলেন কৃষক নেতারা।

SKM: ২৬ জানুয়ারি- ট্রাক্টর র‍্যালি ও ‘কিষাণ মহাপঞ্চায়েত’-র ডাক কিষাণ মোর্চার
'প্রতিশ্রুতি রক্ষা করেনি মোদী সরকার' - দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক সংযুক্ত কিষান মোর্চার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in