

হরিয়ানার নুহ শহরে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় দুই হোমগার্ড সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার একথা জানিয়েছেন হরিয়ানার বিজেপি জেজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।
তিনি আরও জানিয়েছেন, নুহ শহরে হিংসার ঘটনার পর আরও কিছু অঞ্চল থেকে হিংসার খবর পাওয়া গেলেও অতি দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাশপাশি রাজ্যের মানুষের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ঘটনায় আহতদের নুহ শহরের নলহর এবং গুরগ্রামের মেদান্ত সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১১৬ জনের গ্রেপ্তারির পাশাপাশি এই ঘটনায় সঙ্গে যুক্তদের বিরুদ্ধে এখনও তল্লাশি চলছে।
হরিয়ানার মুখ্যমন্ত্রী জানান, হিংসার ঘটনায় মূল চক্রান্তকারীদের চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকার সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে। কারণ এটা সরকারের দায়িত্ব।
এই মুহূর্তে হরিয়ানা পুলিশ বাহিনী ছাড়াও রাজ্যে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যার মধ্যে ৩ কোম্পানি মোতায়েন করা হয়েছে পালওয়ালে, ২ কোম্পানি গুরুগ্রামে, ১ কোম্পানি ফরিদাবাদে এবং ১৪ কোম্পানি বাহিনী নুহ-তে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন