৩ বছরে দেশে নিখোঁজ ১৩ লক্ষেরও বেশি মহিলা! তালিকায় দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ

বাংলায় ওই নির্দিষ্ট সময়ে মোট ১,৯৩,৫১১ জন নিখোঁজ হয়েছেন, যার মধ্যে ১ লক্ষ ৫৬ হাজার ৯০৫ জন মহিলা এবং ৩৬ হাজার ৬০৬ জন নাবালিকা।
৩ বছরে দেশে নিখোঁজ ১৩ লক্ষেরও বেশি মহিলা! তালিকায় দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ
প্রতীকী ছবি

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশে নিখোঁজ হয়েছেন প্রায় ১৩.১৩ লক্ষ মহিলা। এর মধ্যে বহু নাবালিকাও রয়েছে। মহিলা নিখোঁজ হওয়ার দিক থেকে শীর্ষে রয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ।

মধ্যপ্রদেশে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিন বছরে ১ লক্ষ ৬০ হাজার ১৮০ জন মহিলা এবং ৩৮ হাজার ২৩৪ জন নাবালিকা নিখোঁজ হয়েছেন, মোট ১,৯৮,৪১৪ জন। কেন্দ্রের তরফে রাজ্যসভায় এই বিশেষ তথ্য প্রকাশের পর থেকেই হুলুস্থুল পড়ে গিয়েছে। ফের দেশের মহিলা নিরাপত্তা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন।

গত ২৬ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র রাজ্যসভায় জানিয়েছেন, “২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে দেশে নিখোঁজ হয়েছেন  ১০,৬১,৬৪৮ জন মহিলা, যাদের বয়স ১৮ বা তার বেশি। পাশাপাশি, ২,৫১,৪৩০ জন নাবালিকাও ওই সময়ে নিখোঁজ হয়েছে। ২০১৯ সালে ৮২,০৮৪ জন নাবালিকা ও ৩,৪২,১৬৮ জন পূর্ণবয়স্ক মহিলা নিখোঁজ হয়েছেন। ২০২০ সালে ৭৯,২৩৩ জন মেয়ে এবং ৩,৪৪,৪২২ জন মহিলা নিখোঁজ হয়েছেন। ২০২১ সালে নাবালিকা এবং মহিলা নিখোঁজ হয়েছে যথাক্রমে ৯০,১১৩ এবং ৩,৭৫,০৫৮ জন।"

২০১৯ থেকে ২০২২ - মহিলা ও নাবালিকা নিখোঁজ তালিকায় শীর্ষ তিন রাজ্য
২০১৯ থেকে ২০২২ - মহিলা ও নাবালিকা নিখোঁজ তালিকায় শীর্ষ তিন রাজ্যগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)-এর তথ্য অনুযায়ী, ২০১৯ সালে নিখোঁজ হওয়া নাবালিকাদের মধ্যে ৪৯,৪৩৬ জনকে এবং নিখোঁজ হওয়া মহিলাদের মধ্যে ১,৬৮,৭৯৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ২০২০ সালে ২,২৪,০৪৩ মহিলাকে উদ্ধার করা হয়েছে, যেখানে কতজন নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করা হয়েছে সেই তথ্য দেওয়া নেই। ২০২১ সালে ৫৮,৯৮০ নাবালিকা এবং ২,০২,২৯৮ মহিলাকে উদ্ধার করা হয়েছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন, তিন বছরে নিখোঁজ হওয়া মহিলাদের তালিকায় মধ্যপ্রদেশের পরে রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলায় ওই নির্দিষ্ট সময়ে মোট ১,৯৩,৫১১ জন নিখোঁজ হয়েছেন, যার মধ্যে ১ লক্ষ ৫৬ হাজার ৯০৫ জন মহিলা এবং ৩৬ হাজার ৬০৬ জন নাবালিকা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। যেখানে উল্লিখিত সময়ের মধ্যে ১,৭৮,৪০০ জন মহিলা এবং ১৩,০৩৩ জন নাবালিকা নিখোঁজ হয়েছে। ওড়িশায়, তিন বছরে ৭০,২২২ জন মহিলা ও ১৬,৬৪৯ জন নাবালিকা নিখোঁজ হয়েছে এবং ছত্তিশগড় থেকে ৪৯,১১৬ জন মহিলা এবং ১০,৮১৭ জন কিশোরী নিখোঁজ হয়েছে।

অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ওই তিন বছরে সবচেয়ে বেশি মহিলা নিখোঁজ হয়েছে দেশের রাজধানী নয়াদিল্লিতে। দিল্লিতে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত নিখোঁজ হয়েছেন ৬১,০৫৪ জন মহিলা এবং ২২,৯১৯ জন নাবালিকা। যেখানে জম্মু ও কাশ্মীরে ওই সময়কালে নিখোঁজ হয়েছেন ৮৬১৭ জন মহিলা ও ১১৪৮ জন নাবালিকা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই নিয়ে রাজ্যসভায় জানিয়েছেন, “কেন্দ্রের তরফে মহিলাদের নিরাপত্তা নিয়ে এই কয়েকবছরে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে যৌন অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ কার্যকর করার জন্য The Criminal Law (Amendment) Act, 2013। তারপর ১২ বছরের কম বয়সী নাবালিকাদের ধর্ষণের জন্য দোষীদের মৃত্যুদণ্ড বা কঠিনতর শাস্তি দেওয়ার জন্য প্রণয়ন করা হয়েছে The Criminal Law (Amendment) Act, 2018। এছাড়াও, নয়া সংশোধনী আইনে এই ধরণের অপরাধের মামলায় দ্রুত তদন্ত ও বিচার শেষ করার নির্দেশ দেওয়া রয়েছে।”

৩ বছরে দেশে নিখোঁজ ১৩ লক্ষেরও বেশি মহিলা! তালিকায় দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ
পুলওয়ামা হামলা যে করাতে পারে, ২৪-এর ভোটে জিততে রাম মন্দিরে বিস্ফোরণও সে করাতে পারে: সত্যপাল মালিক
৩ বছরে দেশে নিখোঁজ ১৩ লক্ষেরও বেশি মহিলা! তালিকায় দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ
Manipur: বিচ্ছিন্নতাবাদী শক্তি রাজনৈতিক উদ্দেশ্যে মণিপুরের জাতিগত বিরোধকে ইন্ধন দিয়েছে - CPIM

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in