Maharashtra: জোট সরকারের পতনের জের, NCP-র সব শাখা ভেঙে দিলেন শারদ পাওয়ার

NCP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রফুল প্যাটেল টুইট করে জানিয়েছেন, 'NCP-র ন্যাশনাল প্রেসিডেন্টের অনুমতিক্রমে দলের সমস্ত বিভাগ এবং সেল ভেঙে দেওয়া হয়েছে।'
শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরে
শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরেফাইল ছবি শরদ পাওয়ার-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

মহারাষ্ট্র সরকারে 'পাওয়ার' হারিয়েছে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (NCP)। দল এখন ক্ষমতার বাইরে। এমতবস্থায় হঠাৎ কোনও কারণ না জানিয়ে দলের সকল বিভাগ এবং কমিটি ভেঙে দিয়েছেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সভাপতি শরদ পাওয়ার।

বুধবার, রাত ১১ টা ২২ মিনিট নাগাদ NCP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রফুল প্যাটেল টুইট করে জানিয়েছেন, 'NCP-র ন্যাশনাল প্রেসিডেন্টের অনুমতিক্রমে দলের সমস্ত বিভাগ এবং সেল ভেঙে দেওয়া হয়েছে।' প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল প্যাটেল এর বাইরে আর কিছু জানান নি।

প্রায় তিন সপ্তাহ আগে মহারাষ্ট্রে পতন হয়েছে মহাবিকাশ আঘাদি জোট (MVA) সরকারের। ক্ষমতা হারিয়ে 'কাগজের বাঘ' হয়ে পড়েছেন শিবসেনার উদ্ধব ঠাকরে। এরই মধ্যে, গত মঙ্গলবার আবার শিবসেনার ১২ জন সাংসদ দিল্লিতে দেখা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের সঙ্গে। এমনকি, তাঁরা সকলেই যোগ দিয়েছেন সিন্ধে গোষ্ঠীর সঙ্গে। যা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সেই রেশ কাটতে না কাটতেই দলের সকল বিভাগ ভেঙে দিল একদা MVA সরকারে শিবসেনার জোট সঙ্গী NCP।

শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরে
Samajwadi Party: নির্বাচনে ভরাডুবি, সমাজবাদী পার্টির সব শাখা ভেঙে দিলেন অখিলেশ যাদব

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in