উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ব্যর্থতার পর দল ঢেলে সাজাতে রবিবার দলের সমস্ত শাখা ভেঙে দিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এদিন সমাজবাদী পার্টির পক্ষ থেকে করা এক ট্যুইট বার্তায় একথা ঘোষণা করা হয়েছে।
রবিবার সমাজবাদী পার্টির করা ট্যুইট অনুসারে, রাজ্য ও জাতীয় পার্টি সংগঠনগুলি ভেঙে দেওয়া হয়েছে। সমস্ত শাখা সংগঠন, মহিলা শাখাগুলিও ভেঙে দেওয়া হয়েছে। শুধুমাত্র দলের রাজ্য সভাপতি পদ বহাল রাখা হয়েছে। রাজ্য সভাপতি নরেশ উত্তম অবশ্য তাঁর পদে বহাল থাকবেন বলে জানানো হয়েছে।
বিধানসভা নির্বাচনে দলের দুর্বল ফলাফল এবং এরপর সাম্প্রতিক দুই লোকসভা উপনির্বাচনের পরাজয়ের পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য সাম্প্রতিক লোকসভা উপনির্বাচনে - রামপুর এবং আজমগড় – দুই আসনেই পরাজিত হয়েছে সমাজবাদী পার্টি। এই দুই আসনকেই সমাজবাদী পার্টির গড় হিসেবে বিবেচনা করা হত।
দলীয় সূত্র অনুসারে, অখিলেশ শীঘ্রই বিভিন্ন দলীয় সংগঠন পুনর্গঠন করবেন এবং সেখানে নতুন কিছু মুখ নিয়ে এসে দলকে ঢেলে সাজাবেন।
- with IANS inputs
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন