Sensex: সপ্তাহের প্রথম দিনেই শেয়ার বাজারে ধস, সেনসেক্স নামলো ১,১০০ পয়েন্ট, পড়লো নিফটিও

People's Reporter: এই খবর লেখার সময় সেনসেক্স পড়েছে ১১০০ পয়েন্টের বেশি। একইভাবে তাল মিলিয়ে নিফটি ৫০ পড়েছে ৩৩১.৮৫ পয়েন্ট।
শেয়ার বাজারে ধস
শেয়ার বাজারে ধসছবি - সংগৃহীত
Published on

উৎসবের মরশুম শেষে সপ্তাহের প্রথম দিনেই শেয়ার বাজারে ধস। এই খবর লেখার সময় সেনসেক্স পড়েছে ১১০০ পয়েন্টের বেশি। একইভাবে তাল মিলিয়ে নিফটি ৫০ পড়েছে ৩৩১.৮৫ পয়েন্ট। দিনের শুরুতেই যেভাবে বাজার পড়েছে তাতে মাথায় হাত বিনিয়োগকারীদের। বিশেষজ্ঞদের মতে বাজার আরও নামতে পারে।

গত সপ্তাহের কেনাবেচার শেষ দিনে সেনসেক্স বন্ধ হয়েছিল ৭৯,৭২৪.১২ পয়েন্টে। সোমবার বাজার খোলার সময় সামান্য কমে তা খোলে ৭৯.৭১৩.১৪ পয়েন্টে। যা এখনও পর্যন্ত এদিনের ডে হাই। যদিও এরপরেই ধস নামতে শুরু করে সেনসেক্সে। যা একসময় পৌঁছে যায় ৭৬,৬১৯.৫৩ পয়েন্টে। যা এখনও পর্যন্ত এদিনের ডে লো। এই খবর লেখার সময় সেনসেক্স দাঁড়িয়ে আছে ৭৮,৬১০.৯৯ পয়েন্টে। পড়েছে ১,১০৫.৪৫ পয়েন্ট।

নিফটি ৫০ গত সপ্তাহে বন্ধ হয়েছিল ২৪,৩০৪.৩৫ পয়েন্টে। যা এদিন খোলে সামান্য বেড়ে ২৪,৩১৫.৭৫ পয়েন্টে। এদিনের ডে হাই ২৪,৩১৬.৭৫। এরপর পতন শুরু হয় নিফটি ৫০ সূচকেও। যা একসময় পৌঁছে যায় ২৩,৯৪৮.৯৫ পয়েন্টে। যা এদিনের ডে লো। সকাল সাড়ে দশটায় এই খবর লেখার সময় নিফটি ৫০ দাঁড়িয়ে আছে ২৩,৯৩০.৬৫ পয়েন্টে। পড়েছে ৩৭৩.৭০ পয়েন্ট।

এদিন নিফটি ৫০ তে সবথেকে দাম পড়েছে বাজাজ অটো, সান ফার্মা, হিরো মোটর কর্প, কোল ইন্ডিয়া এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর। বেড়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টেক মাহিন্দ্রা, এইচ সি এল টেক, সিপলা এবং ইচার মোটরস-এর।  

বাজার বিশেষজ্ঞদের মতে, আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট কমলা হ্যারিসের সঙ্গে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিতে বাজারে প্রভাব পড়েছে। আগামী ৫ নভেম্বর এই নির্বাচন। এছাড়াও বিভিন্ন বিদেশী বিনিয়োগকারী সংস্থা বড়ো অঙ্কের টাকা বাজার থেকে তুলে নিয়েছে। ফলে বাজার দুর্বল হয়েছে। এছাড়াও টাকার দামে রেকর্ড পতনের কারণেও বাজারে পতন ঘটেছে।

জিওজিত ফিনান্সিয়াল সার্ভিস-এর মুখ্য বিনিয়োগ পরামর্শদাতা ডঃ ভি কে বিজয়কুমার জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কারণে আগামী কয়েকদিন বাজারে ওঠানামা চলবে। নির্বাচনী ফলাফলের ওপরেও বাজারের গতিপ্রকৃতি নির্ভর করবে।

এদিন নিফটির ক্ষেত্রে নিফটি ব্যাঙ্ক, অটো, ফিনান্সিয়াল সার্ভিসেস, আইটি, এফএমসিজি, মিডিয়া, মেটাল, ফার্মা, পিএসইউ ব্যাঙ্ক, প্রাইভেট ব্যাঙ্ক, রিয়েলিটি সূচকে ব্যাপক পতন হয়েছে।

সোমবার সকালে ভারতীয় টাকার দাম সামান্য বেড়েছে। ১ মার্কিন ডলারের অনুপাতে এদিন সকালে টাকার দাম ছিল ৮৪ টাকা ০৬ পয়সা।

এদিন এখন পর্যন্ত সেনসেক্সের ৯৯৯টি শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি ২,২৩৭টির দামে পতন ঘটেছে এবং ১৩৪ দামে কোনও পরিবর্তন হয়নি।

প্রসঙ্গত, শেষ কয়েকমাস ধরেই বিদেশি বিনিয়োগকারীরা বড়ো অঙ্কের টাকা ভারতের বাজার থেকে তুলে নিচ্ছে। গত মাসে যা রেকর্ড ছুঁয়েছে।  

শেয়ার বাজারে ধস
Maharashtra: 'আমি মহিলা, কোনও মাল নই' - শিবসেনা নেতার কটাক্ষের জবাব BJP নেত্রী শাইনা এনসির
শেয়ার বাজারে ধস
Prashant Kishor: নির্বাচন পিছু কত পারিশ্রমিক নেন পিকে? ভোটকুশলী নিজেই জানালেন, অঙ্ক শুনলে চমকে যাবেন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in