Prashant Kishor: নির্বাচন পিছু কত পারিশ্রমিক নেন পিকে? ভোটকুশলী নিজেই জানালেন, অঙ্ক শুনলে চমকে যাবেন

People's Reporter: আগামী ১৩ নভেম্বর বিহারের চার বিধানসভা আসনে উপ-নির্বাচন। সেখানে লড়বে প্রশান্ত কিশোরের দল ‘জন সুরজ পার্টি’। আগামী বছর বিহারের বিধানসভা নির্বাচন তাঁর ‘পাখির চোখ’।
প্রশান্ত কিশোর
প্রশান্ত কিশোরফাইল ছবি, সংগৃহীত
Published on

ভারতের জনপ্রিয় ভোটকুশলী তিনি। এবার তিনি সক্রিয় রাজনীতিতে। আগামী বছর বিহারের বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে প্রশান্ত কিশোরের ‘জন সুরজ পার্টি’। তার আগে উপনির্বাচনেও লড়বে। কিন্তু কোনও রাজনৈতিক দলের হয়ে ভোটকুশলীর কাজ করার জন্য নির্বাচন পিছু কত টাকা নেন তিনি জানেন? নিজেই প্রকাশ্যে আনলেন সেই টাকার অঙ্ক, যা শুনলে চমকে যাবেন আপনি।

গত শুক্রবার বিহারের বেলাগঞ্জে এক সমাবেশে ভাষণ দেন প্রশান্ত কিশোর। সেখানে তিনি জানান, নির্বাচন পিছু রাজনৈতিক দলের কাছ থেকে ১০০ কোটি টাকা ‘ফি’ নেন তিনি। তাঁর দাবি, দেশের দশটি রাজ্যে এই মুহূর্তে যে সরকার চলছে তা আসলে তাঁরই তৈরি করে দেওয়া কৌশলের ফলশ্রুতি। তিনি এই কাজে সফল। তাই এত পরিমাণ পারিশ্রমিক নেন তিনি।

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর বিহারের চার বিধানসভা আসনে উপ-নির্বাচন। সেখানে লড়বে প্রশান্ত কিশোরের দল ‘জন সুরজ পার্টি’। তবে আগামী বছর বিহারের বিধানসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করেছেন তিনি। এই পরিস্থিতিতে অনেকেই তাঁর কাছে জানতে চান দল চালানোর খরচ তিনি কোথা থেকে জোগাড় করছেন। সেই প্রসঙ্গেই নিজের ‘ফি –এর কথা জানান প্রশান্ত কিশোর।

ওই সমাবেশে প্রশান্ত কিশোর বলেন, ‘আপনারা কি মনে করেন আমার প্রচারের জন্য তাঁবু খাটানোর খরচের অর্থও আমার কাছে নেই? আপনারা ভাবেন আমি দুর্বল? বিহারে আমার মতো ফি নেওয়ার কথা কেউ শোনেননি। যদি কোনও নির্বাচনে আমি পরামর্শ দিই তাহলে সেজন্য পার্টির কাছ থেকে ১০০ কোটি নিই। কখনও এরও বেশি। আমি আমার পার্টির জন্য আগামী দুই বছরের টাকার জোগাড় করতে পারি কেবল একটি নির্বাচনী পরামর্শের টাকা থেকেই।‘

প্রসঙ্গত, আগামী ১৩ নভেম্বর বিহারের ইমামগঞ্জ, বেলাগঞ্জ, রামগড় ও তারারি কেন্দ্রে বিধানসভা উপ-নির্বাচন। ২৩ নভেম্বর ভোট গণনা। জোর কদমে চলছে ভোটের প্রচার।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in