Sensex: লাগাতার চতুর্থ দিনেও পতন শেয়ার বাজারে, সেনসেক্স পড়লো ৫৫০ পয়েন্ট

গত শুক্রবার থেকে শেয়ার বাজারে যে পতন শুরু হয়েছে বুধবারও তা অব্যাহত রইলো। গতকাল বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়ে ছিলো ৫৪,৩৬৪.৮৫ পয়েন্টে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত
Published on

লাগাতার চতুর্থ দিন পতন শেয়ার বাজারে। গত শুক্রবার থেকে শেয়ার বাজারে যে পতন শুরু হয়েছে বুধবারও তা অব্যাহত রইলো। গতকাল বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়ে ছিলো ৫৪,৩৬৪.৮৫ পয়েন্টে। বুধবার সকালে বাজার কিছুটা বেড়ে খুললেও কিছুক্ষণের মধ্যেই ফের নীচে চলে যায়। একসময় সেনসেক্স পড়ে যায় ৫৫০ পয়েন্টের বেশি। এই মুহূর্তে ৪০০ পয়েন্টের বেশি পড়েছে সেনসেক্স।

সেনসেক্সের পাশাপাশি নিফটির ক্ষেত্রেও একই ঘটনা। গতকাল নিফটি বন্ধ হয়েছিলো ১৬,২৪০.০৫ পয়েন্টে। এদিন সকালে বাজার খোলার সময় নিফটি কিছুটা বেড়ে ছিলো ১৬,২৭০.০৫ পয়েন্টে। যদিও পরে নিফটি নেমে যায় ১০০ পয়েন্টের বেশি।

সেনসেক্সে এখনও পর্যন্ত এদিনের ডে হাই ৫৪,৫৯৮.৫৫ এবং ডে লো ৫৩,৭৬৪.৪২ পয়েন্ট। অন্যদিকে নিফটিতে এদিন এখনও পর্যন্ত ডে হাই ১৬,৩১৮.৭৫ পয়েন্ট এবং ডে লো ১৬,০৭১ পয়েন্ট।

বুধবারের বাজারে স্মলক্যাপ শেয়ারের দাম পড়েছে ২ শতাংশ। আজ সবথেকে বেশি দাম পড়েছে শ্রী সিমেন্টের। এই শেয়ারের দামে পতন হয়েছে ৩.০৪ শতাংশ। নিফটি ফার্মার শেয়ারের দাম পড়েছে ০.০৭ শতাংশ। নিফটি পিএসইউ ব্যাঙ্ক শেয়ারের দাম পড়েছে ১.৩১ শতাংশ। ব্যাঙ্ক অফ বরোদা, ফেডারেল ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, এসবিআই ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক প্রভৃতির শেয়ারের দাম পড়েছে।

অন্যদিকে দাম বেড়েছে ফোনিক্স মিলস, ব্রিগেড এন্টারপ্রাইজ, শোভা লিমিটেড, ওম্যাক্স লিমিটেড, ডিএলএফ লিমিটেড প্রভৃতি শেয়ারের।

ছবি প্রতীকী
Sensex & Nifty: সপ্তাহের কেনাবেচার শেষদিনে সেনসেক্স নিফটিতে ফের ধস

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in