Odisha: তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় ওড়িশায় মৃত ১! গাড়িতেই ছিলেন বিধায়ক, চালককে আটক পুলিশের

People's Reporter: ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাসোর জেলার সোরো এলাকার জামুঝাড়ির কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে। গাড়ির গতি অনেক বেশি ছিল বলে জানা যায়। দুর্ঘটনার সময় বিধায়ক গাড়িতেই ছিলেন।
তৃণমূল বিধায়কের গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে
তৃণমূল বিধায়কের গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছেগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক স্কুটিচালকের। গুরতর আহত হয়েছেন অন্য একজন। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে বিধায়কের গাড়িও।

ঘটনাটি ঘটেছে বুধবার, ওড়িশার বালাসোর জেলার সোরো এলাকার জামুঝাড়ির কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে। অভিযোগ, পশ্চিমবঙ্গের হাওড়া উত্তরের তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম চৌধুরীর মাহিন্দ্রা XUV700 গাড়ি তীব্র গতিতে এসে আচমকা একটি স্কুটিকে ধাক্কা মারে। গাড়ির গতি অনেক বেশি ছিল বলে জানা যায়। দুর্ঘটনার সময় বিধায়ক গাড়িতেই ছিলেন।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুটির আরোহী রাস্তায় পড়ে রয়েছেন, গাড়ির বাম্পার ক্ষতিগ্রস্ত এবং বাম দিকের হেডলাইট ভেঙে গেছে। নিহত ব্যক্তির নাম রাধাকান্ত লেনকা (৫০)। তিনি সজনপুর গ্রামের বাসিন্দা। বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ে পিওন হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিধায়ক ঘটনার সময় গাড়ির ভিতরেই উপস্থিত ছিলেন। সংঘর্ষের পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করলেও কিছু মিটার দূরে গিয়ে থেমে যায়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের সিমুলিয়ার একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু রাধাকান্ত লেনকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। লেনকার পরিবারের সদস্যরা দ্রুত বিধায়ক এবং তাঁর চালককে গ্রেপ্তারের দাবি জানান। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের এক আধিকারিক জানান,  চালককে আটক করা হয়েছে। বিধায়কের গাড়িও বাজেয়াপ্ত হয়েছে।

সূত্রের খবর, রথের জন্য পুরী গিয়েছিলেন তৃণমূল বিধায়ক। সেখান থেকেই হাওড়া ফিরছিলেন তিনি। দুর্ঘটনার পর অন্য একটি গাড়ি করে পশ্চিমবঙ্গে ফেরেন তিনি বলে খবর।

তৃণমূল বিধায়কের গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে
'মমতার নামে দুর্নীতির মামলা নেই', দিল্লীতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেই মন্তব্য দিলীপের
তৃণমূল বিধায়কের গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে
Lalu Prasad: দেওঘর কান্ডে লালুপ্রসাদের শাস্তির মেয়াদ বাড়ানোর আবেদন CBI-এর, সহমত ঝাড়খন্ড হাইকোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in