বাকি দাবিগুলি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে কমিটি গঠন করল 'সংযুক্ত কৃষক মোর্চা'

সংযুক্ত কিষান মোর্চা পাঁচ সদস্যর কমিটি গঠন করেছে। কৃষক নেতারা জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনায় প্রস্তুত তাঁরা। কিন্তু ব্যাক ডোর নয়, পাঁচ সদস্যের কমিটির সঙ্গে সরকারকে আলোচনায় বসতে হবে।
ফাইল চিত্র
ফাইল চিত্র সৌজন্যে - AIKS ফেসবুক পেজ
Published on

কেন্দ্রের তিন কৃষি আইন আগেই প্রত্যাহার করে নিয়েছিল মোদি সরকার। কিন্তু ন্যূনতম সহায়ক মূল্য আইন-সহ অন্যান্য দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে, ততক্ষণ তাদের প্রতিবাদ আন্দোলন চলতেই থাকবে। এই পরিস্থিতিতে কিছুটা বুঝে নিয়ে চলতে চাইছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ আগামী বছরের শুরুতে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে কৃষক আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। সেটা শুধুমাত্র যোগী রাজ্য নয়, দেশীয় রাজনৈতিক মহলও বুঝতে পারছে।

সূত্রের খবর, শুক্রবার রাতে কৃষকদের সঙ্গে আলোচনা করবেন, এই প্রস্তাব দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’জন নেতাকে ফোন করেছিলেন। ওইদিনই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষক নেতৃত্ব। শনিবার সংযুক্ত কিষান মোর্চা সরকারের সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যর কমিটি গঠন করে। কৃষক নেতারা জানিয়েছেন, সরকারের সঙ্গে তাঁরাও আলোচনায় প্রস্তুত। কিন্তু ব্যাক ডোর নয়, পাঁচ সদস্যের কমিটির সঙ্গে সরকারকে আলোচনায় বসতে হবে। দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে।

সংযুক্ত কিষান মোর্চার এক নেতা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন প্রত্যাহার করা হয়েছে। সরকারের সঙ্গে কমিটির আলোচনার বিষয় ৭ ডিসেম্বর কিষান মোর্চার বৈঠক উঠবে। তারপরে কৃষকদের পরবর্তী পদক্ষেপ ঠিক হবে। এদিকে কৃষক সংগঠন বকেয়া দাবিগুলোর মধ্যে অগ্রাধিকার দিচ্ছে এমএসপি আইন কার্যকর করার বিষয়টি।

পাশাপাশি বিদ্যুৎ বিল ২০২০ প্রত্যাহার, কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, শহিদ কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ, চাকরি-সহ আরও কয়েকটি বিষয় তালিকায় রয়েছে। আগামী ৭ ডিসেম্বর ফের বৈঠকে বসবেন কৃষক নেতারা।

ফাইল চিত্র
Farmers Protest: কৃষক আন্দোলনে মৃত ৭০২ কৃষকের নামের তালিকা সরকারকে পাঠালো সংযুক্ত কিষাণ মোর্চা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in