

শনিবার সরকারের কাছে সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম)-র পক্ষ থেকে ৭০২ জন কৃষকের একটি তালিকা পাঠানো হয়েছে। গত একবছর ধরে কৃষি আইন বিরোধী কৃষক আন্দোলন চলাকালীন তাঁদের "মৃত্যু" হয়েছে বলে জানিয়েছে এসকেএম।
কৃষক নেতা কিষাণ পাল আইএএনএসকে জানিয়েছেন: "আন্দোলনের সময় শহীদ ৭০২ জন কৃষকের একটি তালিকা আমরা সরকারের কাছে পাঠিয়েছি।"
সম্প্রতি লোকসভায় এক প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছিল যে আন্দোলনের সময় মারা যাওয়া কৃষকদের কোনও তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে আছে কিনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেবে কিনা?
এই প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছে, কৃষি মন্ত্রণালয়ের কাছে আন্দোলনের কারণে কোনো কৃষকের মৃত্যু সম্পর্কিত কোনো রেকর্ড নেই, তাই ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না।
ইতিমধ্যেই তিন কৃষি আইন বাতিলের পর আন্দোলনের আগামী কর্মসূচী নিয়ে আলোচনা করতে কৃষকরা সিঙ্ঘু সীমান্তে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে। তারা তাদের বিরুদ্ধে নথিভুক্ত মামলা প্রত্যাহার, এমএসপি আইন, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করছে।
এর আগে শুক্রবার, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন: "সরকার বলছে যে কৃষকদের মৃত্যু সম্পর্কিত কোনও রেকর্ড নেই। আমাদের কাছে ৫০৩ জন কৃষকের তথ্য রয়েছে। সরকার চাইলে আমাদের কাছ থেকে তালিকা নিতে পারে। পাঞ্জাব সরকার ক্ষতিপূরণ দিয়েছে। ৪০৩ পরিবার এবং ১৫২ ক্ষতিগ্রস্ত পরিবারকে চাকরি দেওয়া হয়েছে।
- with Agency Inputs
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন