

প্রায় ১০১ দিন জেলে কাটানোর পর, মুম্বাই-এর এক বিশেষ আদালতে জামিন পেলেন শিবসেনা (ইউটি) সাংসদ সঞ্জয় রাউত। ১ আগস্ট বুধবার তাঁকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
গত ৩১ জুলাই ইডি রাউতকে টানা জিজ্ঞাসাবাদ চালায় এবং এর পরের দিন (১ আগস্ট) তাঁকে গোরেগাঁওয়ের পাত্র চাউল পুনর্নির্মাণ মামলায় কথিত এক অর্থ পাচার কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করে।
এক বিশেষ PMLA আদালত শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতাকে এদিন জামিন দিয়েছে। যদিও জল্পনা ছিল যে ইডি উচ্চতর আদালতে এই রায়কে চ্যালেঞ্জ করতে পারে।
গ্রেপ্তার হবার সময় রাউত জানিয়েছিলেন, "আমি ভীত নই... আইনের সাথে অসহযোগিতার কোন প্রশ্নই আসে না, আমি শিবসেনার জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। ইডি টিম খুব সকালে কোনো নোটিশ না দিয়েই এসেছিল, আমার কাছ থেকে তথাকথিত এই মামলার বিষয়ে কোনো কাগজপত্র পাওয়া যায়নি।”
গ্রেপ্তারির আগে শিবসেনা সাংসদ রাউতকে ৯ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এরপর তিনি ফোনে এক সংবাদমাধ্যমকে জানান, "ইডিকে সম্পূর্ণ সহযোগিতা করছেন" এবং শিবসেনাকে ধ্বংস করার জন্য নিযুক্ত রাজনৈতিক কৌশলে তিনি ভীত হবেন না।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন