

আরএসএস-এর বিজয়াদশমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন ইসরো প্রধান কে রাধাকৃষ্ণান। আগামী ১২ অক্টোবর নাগপুরে এই অনুষ্ঠান হবে। আরএসএস-এর পক্ষ থেকে এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) একথা জানানো হয়েছে।
আরএসএস-এর পক্ষ থেকে বিজয়াদশমী অনুষ্ঠান অত্যন্ত গুরুত্ব সহকারে পালিত হয় এবং এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
সোমবার আরএসএস-এর পক্ষ থেকে এক্স বার্তায় জানানো হয়েছে, “রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আয়োজিত শ্রী বিজয়াদশমী উৎসব ১২ অক্টোবর, ২০২৪ তারিখে নাগপুরের রেশিমবাগে সকাল ৭.৪০ টায় অনুষ্ঠিত হবে। এই উৎসব উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পদ্মভূষণ ডক্টর কে. রাধাকৃষ্ণন, প্রাক্তন চেয়ারম্যান, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এবং ভাষণ দেবেন মহামান্য সরসঙ্ঘঘচালক ডঃ মোহনজী ভাগবত।
প্রতি বছরেই আরএসএস-এর পক্ষ থেকে এই অনুষ্ঠানে বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়। গত বছর আরএসএস-এর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন। ২০২২-এ এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পর্বতারোহী সন্তোষ যাদব। ২০২১ সালে কোভিড-১৯-এর কারণে কাউকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন