

আর কয়েকমাস পরই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে দুষ্কৃতিদের গুলিতে খুন হলেন রাজ্যের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দলের (RJD) নেতা রাজকুমার রাই ওরফে আল্লা রাই। ভোটের আবহে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে, চিত্রগুপ্ত নগর থানার অন্তর্গত রাজেন্দ্র নগর টার্মিনাল সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর, গাড়ি থেকে নামার সময় একদল দুষ্কৃতি রাজকুমার রাইকে লক্ষ্য করে গুলি চালায়। ছয় রাউন্ড গুলি করা হয়। যার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত পাটনার পিএমসিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আল্লা রাই মূলত বৈশালীর রাঘোপুরের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে তিনি রাজেন্দ্র নগরের কলেজ অফ কমার্স সংলগ্ন এক বহুতলে পরিবার-সহ থাকতেন। স্থানীয় বাসিন্দাদের কথায়, তিনি নিয়মিত এলাকায় যাতায়াত করতেন এবং রাজনীতির ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয় ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চিত্রগুপ্ত নগর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি এফএসএল দলের সদস্যরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। সিটি এসপি (ইস্ট) পরিচয় কুমার জানিয়েছেন, খুনের জায়গা থেকে ছ’টি খালি কার্তুজ উদ্ধার হয়েছে।
তিনি বলেন, “ঘটনার সময়ে নিহতের ড্রাইভার সঙ্গে ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। আশেপাশের প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হয়েছে এবং এলাকার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত দ্রুত এগোচ্ছে, খুব শীঘ্রই রহস্য উন্মোচিত হবে।”
উল্লেখ্য, ২০২১ সালে রাঘোপুর জেলা পরিষদ এলাকায় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজকুমার রাই। যদিও সেবারে তিনি পরাজিত হন। তবুও রাজনীতিতে সক্রিয় থেকে স্থানীয় স্তরে সংগঠনের কাজে যুক্ত ছিলেন তিনি।
ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কে বা কারা এই হামলার পিছনে রয়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলেও জল্পনা তুঙ্গে। তদন্ত শুরু করেছে পুলিশ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন