যুদ্ধ পরিস্থিতিতেও ব্যবসায় নজর আম্বানির! 'অপারেশন সিঁদুর'-এর স্বত্বের আবেদন রিলায়্যান্স গোষ্ঠীর

People's Reporter: বুধবার সকাল ১০টা ৪২ মিনিট নাগাদ ট্রেডমার্ক পাওয়ার জন্য প্রথম আবেদন করে মুকেশ আম্বানির সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)।
যুদ্ধ পরিস্থিতিতেও ব্যবসায় নজর আম্বানির! 'অপারেশন সিঁদুর'-এর স্বত্বের আবেদন রিলায়্যান্স গোষ্ঠীর
ছবি - সংগৃহীত
Published on

মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারতীয় সেনা। যার নামকরণ করা হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এই অভিনব নাম নিয়ে আলোড়ন ছড়িয়েছে। এই আবহে মিশনের লোগোকে ট্রেডমার্ক হিসেবে পাওয়ার জন্য আবেদন জানালেন মুকেশ আম্বানির রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

যদিও চাপের মুখে রিলায়্যান্সের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, 'অপারেশন সিঁদুর' শব্দটিকে ট্রেডমার্ক করার কোনও ইচ্ছা তাদের নেই। লোগোটি ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতার প্রতীক বলে অভিহিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিও স্টুডিওস ‘অপারেশন সিঁদুর’-এর ট্রেডমার্কের আবেদন প্রত্যাহার করেছে।

আরআইএল-এর পক্ষ থেকে জারি করা বিবৃতিতে আরও জানানো হয়েছে, “রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এর সকল অংশীদার অপারেশন সিঁদুরের জন্য অবিশ্বাস্যভাবে গর্বিত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনীর সাফল্য এটি”।

সংস্থার তরফে জানানো হয়েছে, “আমাদের প্রধান উদ্দেশ্যই হল সরকার এবং সেনাবাহিনীকে সমর্থন জানানো। দেশের স্বার্থই আমাদের কাছে সবার আগে।"

প্রসঙ্গত, বুধবার সকালেই অপারেশন সিঁদুরকে ওয়ার্ক মার্ক হিসেবে নথিভুক্ত করার আবেদন জানিয়েছিল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। এদিন সকাল ১০টা ৪২ মিনিট নাগাদ ট্রেডমার্ক পাওয়ার জন্য প্রথম আবেদন করে মুকেশ আম্বানির সংস্থা। জানা গেছে, শিক্ষা ও বিনোদনমূলক পরিষেবা দানের ক্ষেত্রেই লোগোটিকে তাঁরা ব্যবহার করতে চায়। ভারতের বর্তমান পরিস্থিতিতে দেশের প্রধান ধনকুবেরের সংস্থার এহেন সংবাদ সামনে আসতেই বিতর্কের জন্ম দেয়।

যদিও একা মুকেশ আম্বানির সংস্থাই নয়, ‘অপারেশন সিঁদুর’কে ট্রেডমার্ক হিসেবে পাওয়ার জন্য আবেদন জানিয়েছন মুকেশ চেত্রাম আগরওয়াল, গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবেরয় (অবসরপ্রাপ্ত) ও অলোক কোঠারি।

মুকেশ কেবল ‘ডিভাইস’-এর জন্য ট্রেডমার্কের আবেদন করেছেন। তবে প্রত্যেক আবেদনকারীরই উদ্দেশ্য প্রায় অভিন্ন। প্রত্যেকেই জানিয়েছেন, তাঁরা মনোরঞ্জন, চলচ্চিত্র, ওয়েব সিরিজ নির্মাণ, শিক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ, প্রকাশনার জন্য ট্রেডমার্কের আবেদন করছেন।

যুদ্ধ পরিস্থিতিতেও ব্যবসায় নজর আম্বানির! 'অপারেশন সিঁদুর'-এর স্বত্বের আবেদন রিলায়্যান্স গোষ্ঠীর
Karachi Bakery: শুধুমাত্র নামের কারণে হিন্দুত্ববাদীদের রোষে হায়দারাবাদের খ্যাতনামা করাচী বেকারি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in