'BJP ক্ষমতায় এলে ৪০ টাকায় পেট্রোল' - পুরনো মন্তব্য নিয়ে প্রশ্নে ক্ষিপ্ত রামদেব, সাংবাদিককে হুমকি

রামদেব বলেন, "হ্যাঁ আমি বলেছিলাম, আপনি কী করবেন এখন? একদম চুপ কর বসুন। আবার যদি এই প্রশ্ন করেন, তাহলে আপনার জন্য তা ভালো হবে না। এরকম কথা বলবেন না। আপনাকে অবশ্যই ভদ্র বাবা-মায়ের সন্তান হতে হবে।"
বাবা রামদেব
বাবা রামদেবফাইল চিত্র সংগৃহীত
Published on

প্রকাশ্যে ক্যামেরার সামনে এক সাংবাদিককে হুমকি দিলেন যোগ গুরু রামদেব। পেট্রোল, রান্নার গ্যাসের দাম নিয়ে রামদেবের করা আগের মন্তব্য নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিক। এতেই মেজাজ হারিয়ে ফেলেন যোগ গুরু। এই ধরনের প্রশ্ন করলে সাংবাদিকের ভালো হবে না বলে হুমকি দিলেন তিনি।

বুধবার হরিয়ানার কর্নালে একটি ইভেন্টে উপস্থিত ছিলেন পতঞ্জলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর রামদেব। হেলিকপ্টারে করে সেখানে আসেন তিনি। সেখানে এক সাংবাদিক তাঁর আগের করা মন্তব্য নিয়ে প্রশ্ন করেছিলেন, যেখানে রামদেব বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে এক লিটার পেট্রোল ৪০ টাকায় এবং রান্নার গ্যাসের সিলিন্ডার ৩০০ টাকায় পাওয়া যাবে।

এর উত্তরে রামদেব বলেন, "হ্যাঁ আমি বলেছিলাম, আপনি কী করবেন এখন? এই ধরনের প্রশ্ন করবেন না আমাকে। আমি কি আপনার ঠিকাদার যে আপনার প্রশ্নের উত্তর দিতেই হবে আমাকে?"

এরপরও ফের এই একই বিষয় নিয়ে প্রশ্ন করেন ওই সাংবাদিক। এতে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে উদ্দেশ্য করে রামদেব বলেন, "আমি মন্তব্য করেছি। কি করবেন আপনি? একদম চুপ কর বসুন। আবার যদি এই প্রশ্ন করেন, তাহলে আপনার জন্য তা ভালো হবে না। এরকম কথা বলবেন না। আপনাকে অবশ্যই ভদ্র বাবা-মায়ের সন্তান হতে হবে।"

দেশের এই কঠিন পরিস্থিতিতে সবাইকে আরো বেশি করে কাজ করার অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি বলেন, "সরকার বলেছে জ্বালানির দাম কম হলে তারা ট্যাক্স পাবে না। ট্যাক্স না এলে তারা দেশ চালাবে, বেতন দেবে, রাস্তা বানাবে কি করে? হ্যাঁ, মূল্যস্ফীতি কমাতে হবে, আমিও এর সাথে একমত। কিন্তু এর জন্য জনগণের কঠোর পরিশ্রম করা উচিত। উপার্জন বাড়ানো উচিত। আমি একজন সন্ন্যাসী হওয়া সত্বেও ভোর ৪ টেয় উঠে রাত দশটা পর্যন্ত কাজ করি। ১৮ ঘণ্টা কাজ করি। তাহলে দেশের অন্যান্য লোকেদের আরও বেশি কাজ করা উচিত।"

প্রসঙ্গত, গত এক সপ্তাহে প্রতিদিনই লিটার প্রতি প্রায় এক টাকা করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। বৃহস্পতিবারও লিটার প্রতি ৮০ পয়সা বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। শেষ দশ দিনে লিটার প্রতি পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে ৬.৪০ টাকা।

বাবা রামদেব
রামদেবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের দ্বারস্থ গুজরাতের চিকিৎসকরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in