হাত-পা বাইকের সঙ্গে বেঁধে এক মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে এক যুবক। মহিলা সাহায্যের জন্য চিৎকার করছেন। পাথুরে রাস্তার উপর দিয়ে মহিলাকে টেনে নিয়ে কয়েক পাক ঘোরানোর পর বাইক থামিয়ে নেমে আসে যুবকটি। তারপর শুরু হয় মহিলাকে মারধর। একসময় মহিলার উপরে দাঁড়িয়ে পড়েন ওই যুবক। সম্প্রতি রাজস্থানের এমনই এক মর্মান্তিক ভিডিও সামনে এসেছে।
জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রেমকুমার মেঘওয়াল। তিনি ওই মহিলার স্বামী। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই মহিলাটি জয়সলমিরে নিজের বোনের সঙ্গে দেখা করতে যাওয়ার আবদার করেছিলেন। আর তাতেই রেগে যান প্রেমকুমার। অভিযোগ, তারপরই মহিলার হাত-পা বাইকের সঙ্গে বেঁধে পাথুরে রাস্তার উপর দিয়ে টানতে টানতে নিয়ে যান যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমকুমার মাদকাসক্ত এবং বেকার।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত প্রেমকুমারকে হেফাজতে নিয়েছে এবং ওই মহিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। নাগাউরের পুলিশ সুপার নারায়ণ তোগাস এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, "প্রেমকুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আমরা বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বোনের বাড়ি যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে বচসা হয়েছিল মহিলার। আমরা তাঁর সাথে যোগাযোগ করেছি। তিনি নাগাউরে আসবেন, তার পরে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।“
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন