Rajasthan: কানহাইয়া লাল হত্যাকান্ডের জের - রাজস্থানে বদলি ৩২ আইপিএস অফিসার

জানা গেছে, পেশায় দর্জি কানহাইয়া লাল তার নৃশংস হত্যাকান্ডের আগে যে কথিত হুমকি পেয়েছিলেন, সেই অভিযোগের বিষয়ে সময়মতো ব্যবস্থা না নেওয়ায় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে।
অশোক গেহলট
অশোক গেহলটফাইল ছবি, অশোক গেহলটের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

রাজস্থানের উদয়পুরের ঘটনার প্রেক্ষিতে ৩২ জন আইপিএস অফিসারকে বদলির নির্দেশ দিল রাজস্থান সরকার। রাজ্যের অশোক গেহলট পরিচালিত কংগ্রেস সরকার এই সিদ্ধান্ত জানিয়েছে।

জানা গেছে, পেশায় দর্জি কানহাইয়া লাল তার নৃশংস হত্যাকান্ডের আগে যে কথিত হুমকি পেয়েছিলেন, সেই অভিযোগের বিষয়ে সময়মতো ব্যবস্থা না নেওয়ায় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে।

ঘটনার পর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অশোক গেহলট উদয়পুরে যান এবং কানহাইয়া লালের পরিবারের সঙ্গে দেখা করেন। সেখানেই ওই অভিযোগের চিঠি তিনি পড়েন এবং আই জি হিংলাজদান এবং এসপি মনোজ কুমার কেন সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি তা নিয়ে প্রশ্ন তোলেন। ওই রাতে আইজি ও এসপিকে বদলি করা হয়। সেই নির্দেশিকার পর প্রফুল্ল কুমার নতুন আইজি এবং বিকাশ শর্মা উদয়পুরের নতুন এসপি-র দায়িত্ব পেয়েছেন।

যোধপুরের কমিশনার নভজ্যোতি গগৈকেও বদলি করে জয়পুর পুলিশ একাডেমির দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২ মে, যোধপুরে বড় সাম্প্রদায়িক দাঙ্গার খবর ছড়ানোর পর শহরের ইন্টারনেট পরিষেবা স্থগিত করে দেওয়া হয়।

অশোক গেহলট
এঁরা কখনই ধার্মিক নন, উস্কানি দিতে এইধরণের মন্তব্য করেন - নূপুর শর্মা ইস্যুতে ক্ষুব্ধ শীর্ষ আদালত

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in