Rajasthan: চলবে 'জন আক্রোশ যাত্রা' - যাত্রা বন্ধের ঘোষণার একদিনের মধ্যেই পিছু হটলো বিজেপি

রাজস্থান BJPর রাজ্য সভাপতি সতীশ পুনিয়া (Satish Poonia) জানান, ‘জন আক্রোশ যাত্রা নিয়ে কিছু বিভ্রান্তি ছিল। তবে, সমস্যা কেটেছে। পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ীই ‘জন আক্রোশ সভা’ (জনসভা) অনুষ্ঠিত হবে।’
জন আক্রোশ যাত্রা চলাকালীন জনসভা
জন আক্রোশ যাত্রা চলাকালীন জনসভা ছবি বিজেপি রাজস্থান বিজেপির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

মহামারী করোনা নিয়ে ভারতে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। যার জেরে রাজস্থানে ‘জন আক্রোশ যাত্রা’ (Jan Aakrosh Yatra) বন্ধের ঘোষণা করেছিল বিজেপি। তবে, সেই ঘোষণার কয়েক ঘন্টা না পেরোতেই অবস্থান বদল করেছে গেরুয়া শিবির। তাঁরা জানিয়েছে, ‘জন আক্রোশ যাত্রা’ বন্ধ করা হবে না। করোনা বিধি মেনে বিধানসভা কেন্দ্রগুলিতে জনসভা করা হবে।

রাজস্থান বিজেপির রাজ্য সভাপতি সতীশ পুনিয়া (Satish Poonia) জানান, ‘জন আক্রোশ যাত্রা নিয়ে কিছু বিভ্রান্তি ছিল। তবে, সমস্যা কেটেছে। পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ীই ‘জন আক্রোশ সভা’ (জনসভা) অনুষ্ঠিত হবে।’

২০২৩ সালের শেষের দিকে (নভেম্বর মাসে) রাজস্থানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর, তাকেই পাখির চোখ করে এখনই ঝাঁপিয়ে পড়েছে বিজেপি (BJP)। কংগ্রেস শাসিত অশোক গেহলট সরকারকে কোণঠাসা করতে, গত ১ ডিসেম্বর, রাজস্থানে (Rajasthan) 'জন আক্রোশ যাত্রা'-র সূচনা করেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)।  

এর আগে ‘জন আক্রোশ সভা’ স্থগিতের ঘোষণা করেছিল বিজেপি। দিল্লিতে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং (Arun Singh) বলেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জেরে রাজস্থানে জন আক্রোশ যাত্রা স্থগিত করেছে বিজেপি। বিজেপির কাছে, মানুষ আগে, রাজনীতি পরে। মানুষের সুরক্ষার জন্য তাদের স্বাস্থ্যকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।’

কিন্তু, সেই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে অবস্থান বদলেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সতীশ পুনিয়া বলেন, যাত্রা স্থগিত করা নিয়ে কিছু বিভ্রান্তি ছিল। তবে জনসভা বন্ধ হচ্ছে না, তা চালু থাকবে।

তিনি বলেন, ‘১ থেকে ১৪ ডিসেম্বর, রাজস্থানে কংগ্রেস সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ‘জন আক্রোশ যাত্রা’ করেছে বিজেপি। এই যাত্রার মাধ্যমে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই কোটি মানুষের কাছে পৌঁছেছি।’

এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘এখন পর্যন্ত ৪১ টি বিধানসভা কেন্দ্রে জন আক্রোশ সভা হয়েছে। যেহেতু, করোনা বিধি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের কোনও নির্দেশিকা নেই, তাই যাত্রা স্থগিত করা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। তবে আমাদের জনসভা হবে।’

তিনি বলেন, জনসভাগুলিতে কোভিড বিধি (প্রোটোকল) অনুসরণ করা হবে। যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছ থেকে কোনও নির্দেশিকা আসছে, আমাদের জনসভা চলবে।

প্রসঙ্গত, দু’দিন আগেই করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Health Minister Mansukh Mandaviya)। রাজ্যগুলিকে সতর্ক থাকার পাশাপাশি, মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার সহ বিভিন্ন করোনা বিধি মেনে চলার জন্য আহ্বান জানান তিনি।

একইসঙ্গে, রাহুল গান্ধীকে চিঠি লিখে তিনি জানান, ‘যদি করোনা বিধি মেনে চলা না হয়, তাহলে নাগরিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবং দেশকে মহামারী করোনা থেকে বাঁচাতে জাতির স্বার্থে এই ভারত জোড়ো যাত্রা বন্ধ করার অনুরোধ করছি।’

কিন্তু, রাজস্থানে ‘জন আক্রোশ যাত্রা’ (Jan Aakrosh Yatra)-য় করোনা বিধি মানার আর্জি জানিয়ে কাউকে কোনও চিঠি লেখেননি তিনি। এ নিয়ে রাজনীতির অভিযোগ করেছে কংগ্রেস। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এখন তো দেশের বিভিন্ন প্রান্তে জনসভা হচ্ছে। সেখানে কোনও সমস্যা হচ্ছে না কেন্দ্রীয় সরকারের। একমাত্র ব্যতিক্রম হল রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra)।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) দাবি করেন, ‘রাজস্থানে ভারত জোড়ো যাত্রায় বিপুল জনসমাগম দেখে বিজেপি এবং মোদী সরকার এতটাই শঙ্কিত যে, তাঁরা (বিজেপি) রাজস্থানে করোনা বিধি (কোভিড -১৯ প্রোটোকল) মানার জন্য রাহুল গান্ধীকে চিঠি লিখেছে।'

জন আক্রোশ যাত্রা চলাকালীন জনসভা
Bharat Jodo Yatra: 'ভারত জোড়ো যাত্রা' বন্ধ করতে COVID স্রেফ অজুহাত, অভিযোগ রাহুলের - পাশে শিবসেনা
জন আক্রোশ যাত্রা চলাকালীন জনসভা
বিহার নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’, অবশেষে ক্ষমা চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in