Rajasthan: ‘বিক্ষুদ্ধ’ কংগ্রেস বিধায়কদের কর্মকাণ্ড ‘শৃঙ্খলাহীন’, মন্তব্য মাকেন-খাড়গের

‘বিক্ষুদ্ধ’ কংগ্রেস বিধায়কদের মতামত জানতে তাঁদের সঙ্গে একাকী কথা বলার নির্দেশ দিয়েছেন সোনিয়া গান্ধী। কিন্তু, মাকেন ও খাড়গের সেই ডাকে সাড়া দেননি বিক্ষুব্ধরা।
Rajasthan: ‘বিক্ষুদ্ধ’ কংগ্রেস বিধায়কদের কর্মকাণ্ড ‘শৃঙ্খলাহীন’, মন্তব্য মাকেন-খাড়গের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

রাজস্থানে চলমান সঙ্কট নিয়ে কংগ্রেসের শীর্ষ নের্তৃত্ব। ‘বিক্ষুদ্ধ’ কংগ্রেস বিধায়কদের কর্মকাণ্ডকে ‘শৃঙ্খলাহীন’ বলে মন্তব্য করেছেন প্রবীণ কংগ্রেস নেতা অজয় ​​মাকেন এবং মল্লিকার্জুন খাড়গে।

রবিবার, পার্টি হাইকমান্ডের নির্দেশে পর্যবেক্ষক হিসাবে রাজস্থানে গিয়েছিলন অজয় ​​মাকেন এবং মল্লিকার্জুন খাড়গে। ‘বিক্ষুদ্ধ’ কংগ্রেস বিধায়কদের মতামত জানতে তাঁদের সঙ্গে একাকী কথা বলার নির্দেশ দিয়েছেন সোনিয়া গান্ধী। কিন্তু, মাকেন ও খাড়গের সেই ডাকে সাড়া দেননি বিক্ষুব্ধরা।

সোমবার বিকালে, কংগ্রেসের দুই পর্যবেক্ষকই রাজস্থান থেকে দিল্লি ফিরে যাচ্ছেন। দু'জন জানিয়েছে, গেহলট শিবিরের অবাধ্যতার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাকে 'শৃঙ্খলাহীন বলে অভিহিত করা যেতে পারে'।

সাংবাদিকদের সামনে অজয় মাকেন বলেন, ‘হ্যাঁ, এটি শৃঙ্খলাভঙ্গ। যখন একটি অফিসিয়াল সভা ডাকা হয়, সেসময় সমান্তরালভাবে অন্য কোনো সভা ডাকলে- তাকে শৃঙ্খলাভঙ্গ হিসাবে দেখা হয়। এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

তিনি আরও বলেন, ‘কেউ জানে না, সেখানে (শান্তি ধারিওয়াল বা সি পি জোশীর বাসভবনে) কতজন বিধায়ক ছিলেন। তাদের মধ্যে কতজন পদত্যাগ করেছেন। তবে, আমরা এটি দেখে পরে ব্যবস্থা নেবো।’

মাকেন বলেন, ‘মল্লিকার্জুন খাড়গে এবং আমি পর্যবেক্ষক হিসাবে এসেছি। আমরা গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু, বিধায়কদের একাংশ সমান্তরাল বৈঠক হয়েছে।’

প্রসঙ্গত, গতকাল রবিবার, মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাসভবনে বাতিল হয় কংগ্রেস আইনসভা দলের (CLP) সভা। কারণ, গেহলট অনুগামী ৯২ জন বিধায়ক নিজেদের গোষ্ঠী থেকে নতুন মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন। শুধু তাই নয়, দাবি মানা না হলে পদত্যাগের হুমকিও দিয়েছেন তাঁরা।

রাজস্থানের মন্ত্রী প্রতাপ সিং কাচারিয়াস বলেন, ‘বিধায়করা চান- শচীন পাইলটের পরিবর্তে তাঁদের পছন্দের কাউকে মুখ্যমন্ত্রী করা হোক।’

এই ইস্যুতে, প্রবীণ কংগ্রেস নেতা মাকেন জানান, ‘আমরা এক এক করে সবার কথা শুনতে চেয়েছিলাম। কিন্তু, তিনজন বিধায়ক আমাদের কাছে তিনটি শর্ত রেখেছেন। তাঁরা জানিয়েছে, ১৯ অক্টোবর, কংগ্রেস সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনও বৈঠক করা উচিত।’

তবে, এদিন মাকেন বলেন, ‘এটি স্বার্থের সংঘাত হতে পারে। কারণ অশোক গেহলট দলীয় প্রধান (সভাপতি) হতে পারলে রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে প্রস্তাব পাস করা হবে। রাজস্থানে নিজের উত্তরসূরী বাছাইয়ের ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ করতে পারেন তিনি।’

Rajasthan: ‘বিক্ষুদ্ধ’ কংগ্রেস বিধায়কদের কর্মকাণ্ড ‘শৃঙ্খলাহীন’, মন্তব্য মাকেন-খাড়গের
Rajasthan: নেতাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার জন্যই দলে অস্থিরতা, তীব্র অসন্তোষ মার্গারেট আলভার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in