করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর দক্ষিণ ভারত অভিমুখী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। রেল সূত্রে প্রাথমিকভাবে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। জানা গেছে ১৭৯ জনকে বালেশ্বরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও সংবাদ সংস্থা আইএএনএস সূত্র অনুসারে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে।
দক্ষিণ পূর্ব রেলের ট্যুইট অনুসারে, ১২৮৩৭ হাওড়া পুরি সুপারফাস্ট ট্রেন, ১২৮৬৩ হাওড়া এসএমভিবি সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৮৩৯ হাওড়া চেন্নাই মেল, ১২৮৯৫ শালিমার পুরি সুপারফাস্ট, ২০৮৩১ শালিমার সম্বলপুর এক্সপ্রেস, ০২৮৩৭ সাঁতরাগাছি পুরি স্পেশাল এক্সপ্রেস, ২২২০১ শিয়ালদহ পুরি দুরন্ত এক্সপ্রেস ট্রেনের যাত্রা এদিনের মত বাতিল করা হয়েছে।
এছাড়া ২২৮০৭ সাঁতরাগাছি চেন্নাই এক্সপ্রেস, ২২৮৭৩ দীঘা বিশাখাপত্তনম এক্সপ্রেস, শালিমার পুরি শ্রী জগন্নাথ এক্সপ্রেস এবং হাওড়া মাইসুরু এক্সপ্রেস ট্রেন ভায়া টাটানগর হয়ে চলাচল করবে বলে রেলের এক ট্যুইট বার্তায় জানানো হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন