অবিলম্বে ‘ভারত জোড়ো যাত্রা’ বন্ধ করুক রাহুল গান্ধী। এবার আসন্ন নির্বাচনের কথা ভেবে হিমাচল প্রদেশ ও গুজরাটের দিকে মনোনিবেশ করা উচিত রাহুল গান্ধীর। সোমবার, এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফ্রান্সিসকো সারদিনহা (Francisco Sardinha)।
গোয়ার রাজধানী পানাজিতে কংগ্রেসের নয়া সভাপতি নির্বাচনের জন্য ভোট দানের সাংবাদিকদের সামনে পর ফ্রান্সিসকো বলেন, ‘ভারত জোড়ো যাত্রা কংগ্রেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই তৃণমূল স্তর পর্যন্ত দল এগিয়ে যাক। তিনি (রাহুল গান্ধী) একটি দুর্দান্ত কাজ করেছেন। কিন্তু, এখন আমি চাই রাহুলজি অবিলম্বে যাত্রা বন্ধ করে হিমাচল প্রদেশ ও গুজরাটে যান। কারণ, সেখানে নির্বাচন আছে।’
ফ্রান্সিসকো বলেন, রাহুল গান্ধীকে এই দুই রাজ্যের মানুষকে জাগ্রত করতে হবে, যাতে তারা কংগ্রেসকে ভোট দেয়। এদিন তিনি দাবি করেন, ‘ভারতীয় জাতীয় কংগ্রেস (AICC) একমাত্র দল, যারা ভারতীয় জনতা পার্টি (BJP)-কে চ্যালেঞ্জ দিয়ে পরাজিত করতে পারে।’
আগামী ১২ নভেম্বর এক দফায় হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বিধানসভা নির্বাচন (Assembly Election) অনুষ্ঠিত হবে। আর ফলাফল ঘোষণা হবে ৪ ডিসেম্বর। তবে, গুজরাটের (Gujarat) ক্ষেত্রে এখনও নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেনি নির্বাচন কমিশন (Election Commission)।
গত ৭ সেপ্টেম্বর, তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’। নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধী। মোট ১৫০ দিনের মধ্যে এই যাত্রা ৩,৫৭০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) শেষ হবে।
ইতিমধ্যে এই যাত্রা তামিলনাড়ু (Tamil Nadu), কেরালা (Kerala), কর্ণাটক (Karnataka) এবং অন্ধ্র প্রদেশ (Andhra Pradesh) - এই ৪ টি রাজ্য অতিক্রম করেছে।
এদিকে, নতুন কংগ্রেস সভাপতি নির্বাচন প্রসঙ্গে ফ্রান্সিসকো বলেন, কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খার্গের (Mallikarjun Kharge) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য মনোনয়ন তুলে নেওয়া উচিত ছিল শশী থারুরের (Shashi Tharoor)। তিনি বলেন, ‘গোয়ার ৯৯ শতাংশ কংগ্রেসম্যান মল্লিকার্জুন খাড়গেকে ভোট দেবেন।’
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন